সরকারি আইন অমান্য করে পলিথিন বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার বিকালের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় মোবাইল কোর্ট বসিয়ে ব্যবসায়ীর নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট। জানা গেছে, সরকারী আইন অমান্য করে মেহেরপুর শহরের বড় বাজার এলাকার আরশেদ আলী ছেলে ইউনুস আলী তার দোকানে অবৈধভাবে পলিথিন রাখে।
এসময় সেখান থেকে বেশ কিছু পলিথিন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯০ এর ৬ এর খ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে একই দিনে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় সবজি এবং মুদিখানার দোকান পরিদর্শন করে ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্যমূল্যের তালিকা টানানো সহ বেশি লাভ না করার জন্য ব্যাবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে পণ্যের ক্রয় বিক্রয় ভাউচার রাখার পরামর্শ দেওয়া হয়।
এসময় জেলা কৃষি বিপনন কর্মকর্তা তারিকুল ইসলাম, সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম, পৌর স্যানেটারী ইন্সপেক্টর মনিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধিসহ পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।