চুয়াডাঙ্গা ১০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনে জেলেদের হামলায় ৭বন কর্মকর্তা-কর্মচারী আহত, আটক ১

মোংলার সুন্দরবনের ডলফিন অভয়ারণ্যে মাছ ধরতে বাঁধা দেয়ায় বনবিভাগের ৭ কর্মকর্তা-কর্মচারীকে মারপিট করে আহত করেছেন জেলেরা। এ সময় এক জেলেকে আটক করেছেন বনবিভাগ। এ ঘটনায় বনবিভাগের পিওআর (প্রসিকিউশন ওপেন রিপোর্ট) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বনসংরক্ষক শেখ মাহবুব হাসান জানান, বুধবার বিকেলে তিনিসহ ৭জন ষ্টাফ স্প্রিড বোট নিয়ে মোংলার পশুর নদীর নন্দবালা, শ্যালা নদী ও আন্ধারমানিক এলাকায় টহলে যান। তখন নিষিদ্ধ ডলফিন অভয়ারণ্যে কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করছিলো।

 

অভয়ারণ্যে ওই সকল জেলেদেরকে মাছ ধরতে বাঁধা দিলো তারা সংঘবদ্ধ হয়ে বনবিভাগের অভিযানকারীদের উপর হামলা চালায়। জেলেদের নৌকায় থাকা দা, লাঠি ও বৈঠা দিয়ে অভিযানকারীদের উপর হামলা চালালে তাতে আহত হন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বনসংরক্ষক শেখ মাহবুব হাসান, ষ্টেশন অফিসার খলিলুর রহমান, বোটম্যান শেখ মোতালেব হোসেন, মোঃ তুহিন, সুলতান মাহমুদ টিপু, সেলিম সরদার ও স্প্রিড বোট ড্রাইভার মনজু রাজা।

 

আহতদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আর হামলাকারী জেলেরা হলেন, নয়ন খা, শয়ন খা, আমিরুল খা, এনামুল, লিটন, আলমামুন, রিয়াজুল খা, মারুফ খা, তিতুমীর খা ও শহীদ। এ সময় হামলাকারীদের সাথে অজ্ঞাত আরো ২০/২২ জন জেলে ছিলেন। এ সকল জেলেদের বাড়ী মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায়।

 

হামলাকারীদের নেতৃত্বে থাকা মাসুম বিল্লাহকে রাতে আটক করেছে বনবিভাগ। বাকীদের আটকে অভিযান চলছে বনবিভাগের। এদিকে এ ঘটনায় সনাক্ত হওয়া জেলেসহ অজ্ঞাতনামা আরো ২২জনের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী বনসংরক্ষক মাহবুব হাসান।

Powered by WooCommerce

সুন্দরবনে জেলেদের হামলায় ৭বন কর্মকর্তা-কর্মচারী আহত, আটক ১

আপডেটঃ ০৮:৩০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

মোংলার সুন্দরবনের ডলফিন অভয়ারণ্যে মাছ ধরতে বাঁধা দেয়ায় বনবিভাগের ৭ কর্মকর্তা-কর্মচারীকে মারপিট করে আহত করেছেন জেলেরা। এ সময় এক জেলেকে আটক করেছেন বনবিভাগ। এ ঘটনায় বনবিভাগের পিওআর (প্রসিকিউশন ওপেন রিপোর্ট) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বনসংরক্ষক শেখ মাহবুব হাসান জানান, বুধবার বিকেলে তিনিসহ ৭জন ষ্টাফ স্প্রিড বোট নিয়ে মোংলার পশুর নদীর নন্দবালা, শ্যালা নদী ও আন্ধারমানিক এলাকায় টহলে যান। তখন নিষিদ্ধ ডলফিন অভয়ারণ্যে কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করছিলো।

 

অভয়ারণ্যে ওই সকল জেলেদেরকে মাছ ধরতে বাঁধা দিলো তারা সংঘবদ্ধ হয়ে বনবিভাগের অভিযানকারীদের উপর হামলা চালায়। জেলেদের নৌকায় থাকা দা, লাঠি ও বৈঠা দিয়ে অভিযানকারীদের উপর হামলা চালালে তাতে আহত হন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বনসংরক্ষক শেখ মাহবুব হাসান, ষ্টেশন অফিসার খলিলুর রহমান, বোটম্যান শেখ মোতালেব হোসেন, মোঃ তুহিন, সুলতান মাহমুদ টিপু, সেলিম সরদার ও স্প্রিড বোট ড্রাইভার মনজু রাজা।

 

আহতদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আর হামলাকারী জেলেরা হলেন, নয়ন খা, শয়ন খা, আমিরুল খা, এনামুল, লিটন, আলমামুন, রিয়াজুল খা, মারুফ খা, তিতুমীর খা ও শহীদ। এ সময় হামলাকারীদের সাথে অজ্ঞাত আরো ২০/২২ জন জেলে ছিলেন। এ সকল জেলেদের বাড়ী মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায়।

 

হামলাকারীদের নেতৃত্বে থাকা মাসুম বিল্লাহকে রাতে আটক করেছে বনবিভাগ। বাকীদের আটকে অভিযান চলছে বনবিভাগের। এদিকে এ ঘটনায় সনাক্ত হওয়া জেলেসহ অজ্ঞাতনামা আরো ২২জনের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী বনসংরক্ষক মাহবুব হাসান।