চুয়াডাঙ্গা-১ আসনের বর্তমান এমপি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলাইমান হক জোয়ার্দ্দার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাজ্জাদুর রহমান এ নোটিশ দিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করতে যান। এ সময় তিনি মোটরসাইকেল, প্রাইভেটকারযোগে মিছিল সহকারে আসেন।
এতে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ ছাড়া ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ পূর্বে নির্বাচনী প্রচার করেছেন। যা নির্বাচনী বিধি ২০০৮-এর ৮ (ক), ৮ (খ) এবং ১২ বিধিমালা লঙ্ঘন করেছেন। তিনি কেন নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন তা আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।