চুয়াডাঙ্গা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চুল কিছুতেই লম্বা হচ্ছে না? জেনে নিন সমাধান


অনেকেই লম্বা চুল পছন্দ করে থাকেন। কিন্তু নাগরিক এই ব্যস্ত জীবনে চুলের জন্য আলাদা সময় বের করাটা কঠিন। বরং দূষণ, হরমোনজনিত প্রভাব, অযত্ন, মানসিক চাপ, ঘুমের অভাব ইত্যাদি কারণে প্রতিনিয়ত বাড়ছে চুলের নানা সমস্যা। অকালেই ঝরে পড়ছে চুল, ব্যাহত হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি।

দৈনিক গড়ে ৫০ থেকে ১০০টি পর্যন্ত চুল পড়াকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কিন্তু পড়ে যাওয়া চুলের জায়গায় যদি নতুন চুল না গজায় তাহলেই তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে। ব্যয়বহুল হেয়ার ট্রিটমেন্ট আর দামি পণ্য ব্যবহার করেও তখন সুরাহা হয় না।

অথচ চুল পড়ার সমস্যা কমাতে আমাদের হাতের কাছেই রয়েছে একটি দারুণ উপাদান। আপনার দীঘল, ঘন চুলের স্বপ্ন পূরণ করতে পারে মেথি; মেথির গুণে দ্রুত গজাতে সক্ষম নতুন চুল।

মেথিদানায় আছে প্রচুর পরিমাণ প্রোটিন এবং আয়রন। এই দুই উপাদান চুলের বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও মেথিতে পাবেন অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান হিসেবে পরিচিত ফ্ল্যাভোনয়েডস ও স্যাপোনিন।

জেনে নিন ঝলমলে চুলের জন্য মেথির কিছু ব্যবহার।

চুল পড়া বন্ধ করতে: এক মুঠো মেথি দানা সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে ছেঁকে খালি পেটে এই পানি কিছুটা পান করুন। বাকি পানি একটি স্প্রে বোতলে ভরে নিন। সকালে হেয়ার স্প্রের মতো চুলে লাগান এবং কিছুক্ষণ পর চুল ধুয়ে ফেলুন। নিয়মিত করলে চুল পড়ার হার কমে আসবে।

চুলের আর্দ্রতা বজায়: একটি পাত্রে ৪ টেবিল চামচ টক দই এবং ৩ চামচ ভেজানো মেথি দানা নিন। দুই উপাদান ভালো করে মিশিয়ে সারা রাত রেখে দিন। সকালে ব্লেন্ড করে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট মাথার ত্বকে ও চুলে ভালো করে লাগিয়ে নিতে হবে। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। প্রাকৃতিকভাবে চুলকে ময়েশ্চারাইজ করবে মেথির এই হেয়ার প্যাক।

প্রাকৃতিকম কন্ডিশনার হিসেবে: মেথি বীজ সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সেই মেথি বেটে নিন। একটি পেস্ট তৈরি হবে। এর মধ্যে পরিমাণমতো অলিভ অয়েল মেশান। ভালো করে দুই উপাদান মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। অলিভ অয়েল ও মেথির এই মিশ্রণ প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে। এটি চুলকে নরম এবং ম্যানেজেবল করে সিল্কি করে তুলতে সাহায্য করে।

চুল পাকা রোধে: চুল পাকা নিয়ে অনেকেই হতাশায় ভোগেন, বিশেষ করে অল্প বয়সেই যাদের চুল পাকা শুরু হয়। চুলের অকালপক্কতা রোধে নারিকেল তেলে কমপক্ষে ২ দিন মেথি ডুবিয়ে রাখুন। এবার এই তেল কুসুম গরম করে মাথায় ত্বকে ম্যাসাজ করুন। চুলের ফলিকলের যেকোন সমস্যা সমাধানে এই তেল টনিকের মতো কাজ করে। চুলকে গোড়া থেকে আগা পর্যন্ত পুষ্টি যুগিয়ে চুলের অকালপক্কতা রোধে সক্ষম মেথি।



Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

চুল কিছুতেই লম্বা হচ্ছে না? জেনে নিন সমাধান

আপডেটঃ ০২:০৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪


অনেকেই লম্বা চুল পছন্দ করে থাকেন। কিন্তু নাগরিক এই ব্যস্ত জীবনে চুলের জন্য আলাদা সময় বের করাটা কঠিন। বরং দূষণ, হরমোনজনিত প্রভাব, অযত্ন, মানসিক চাপ, ঘুমের অভাব ইত্যাদি কারণে প্রতিনিয়ত বাড়ছে চুলের নানা সমস্যা। অকালেই ঝরে পড়ছে চুল, ব্যাহত হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি।

দৈনিক গড়ে ৫০ থেকে ১০০টি পর্যন্ত চুল পড়াকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কিন্তু পড়ে যাওয়া চুলের জায়গায় যদি নতুন চুল না গজায় তাহলেই তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে। ব্যয়বহুল হেয়ার ট্রিটমেন্ট আর দামি পণ্য ব্যবহার করেও তখন সুরাহা হয় না।

অথচ চুল পড়ার সমস্যা কমাতে আমাদের হাতের কাছেই রয়েছে একটি দারুণ উপাদান। আপনার দীঘল, ঘন চুলের স্বপ্ন পূরণ করতে পারে মেথি; মেথির গুণে দ্রুত গজাতে সক্ষম নতুন চুল।

মেথিদানায় আছে প্রচুর পরিমাণ প্রোটিন এবং আয়রন। এই দুই উপাদান চুলের বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও মেথিতে পাবেন অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান হিসেবে পরিচিত ফ্ল্যাভোনয়েডস ও স্যাপোনিন।

জেনে নিন ঝলমলে চুলের জন্য মেথির কিছু ব্যবহার।

চুল পড়া বন্ধ করতে: এক মুঠো মেথি দানা সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে ছেঁকে খালি পেটে এই পানি কিছুটা পান করুন। বাকি পানি একটি স্প্রে বোতলে ভরে নিন। সকালে হেয়ার স্প্রের মতো চুলে লাগান এবং কিছুক্ষণ পর চুল ধুয়ে ফেলুন। নিয়মিত করলে চুল পড়ার হার কমে আসবে।

চুলের আর্দ্রতা বজায়: একটি পাত্রে ৪ টেবিল চামচ টক দই এবং ৩ চামচ ভেজানো মেথি দানা নিন। দুই উপাদান ভালো করে মিশিয়ে সারা রাত রেখে দিন। সকালে ব্লেন্ড করে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট মাথার ত্বকে ও চুলে ভালো করে লাগিয়ে নিতে হবে। ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। প্রাকৃতিকভাবে চুলকে ময়েশ্চারাইজ করবে মেথির এই হেয়ার প্যাক।

প্রাকৃতিকম কন্ডিশনার হিসেবে: মেথি বীজ সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন সেই মেথি বেটে নিন। একটি পেস্ট তৈরি হবে। এর মধ্যে পরিমাণমতো অলিভ অয়েল মেশান। ভালো করে দুই উপাদান মিশিয়ে হেয়ার প্যাক বানিয়ে নিন। অলিভ অয়েল ও মেথির এই মিশ্রণ প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে। এটি চুলকে নরম এবং ম্যানেজেবল করে সিল্কি করে তুলতে সাহায্য করে।

চুল পাকা রোধে: চুল পাকা নিয়ে অনেকেই হতাশায় ভোগেন, বিশেষ করে অল্প বয়সেই যাদের চুল পাকা শুরু হয়। চুলের অকালপক্কতা রোধে নারিকেল তেলে কমপক্ষে ২ দিন মেথি ডুবিয়ে রাখুন। এবার এই তেল কুসুম গরম করে মাথায় ত্বকে ম্যাসাজ করুন। চুলের ফলিকলের যেকোন সমস্যা সমাধানে এই তেল টনিকের মতো কাজ করে। চুলকে গোড়া থেকে আগা পর্যন্ত পুষ্টি যুগিয়ে চুলের অকালপক্কতা রোধে সক্ষম মেথি।



Source link