এশিয়াজুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। ভয়াবহ গরমে অনেক দেশে হিটস্ট্রোকে মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে বিভিন্ন দেশ স্কুল বন্ধ করতে বাধ্য হচ্ছে। চলতি মাসে ভারত, চীন, থাইল্যান্ড, লাওস ও বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা এশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ হিসেবে বর্ণনা করা হয়েছে।
জলবায়ু বিশেষজ্ঞ এবং আবহাওয়ার ইতিহাসবিদ ম্যাক্সিমিলিয়ানো হেরেরা অস্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রাকে ‘এশিয়ার ইতিহাসে সবচেয়ে খারাপ এপ্রিলের তাপপ্রবাহ’ হিসেবে বর্ণনা করেছেন।
চীনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চেংডু, ঝেজিয়াং, নানজিং, হ্যাংজু এবং ইয়াংজি নদীর ব-দ্বীপ অঞ্চলের অন্যান্য অঞ্চলসহ অনেক জায়গায় এপ্রিলের রেকর্ড তাপমাত্রা দেখা গেছে।
লাওসের লুয়াং প্রাবাংসহ দক্ষিণ-পূর্ব এশিয়াতেও অস্বাভাবিক গরমের খবর পাওয়া গেছে। চলতি সপ্তাহে এখানে ৪২ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা।
থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ বলছে, রোববার তাক প্রদেশে তাপমাত্রা ৪৪ দশমিক ৬ সেলসিয়াসে পৌঁছেছে। ২০১৬ সালের ২৮ এপ্রিল এখানে এ রকম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। চলতি সপ্তাহে তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
জলবায়ু সংকটের অগ্রভাগে থাকা একটি দেশ বাংলাদেশে। শনিবার রাজধানী ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর উঠে গেছে, যা ৫৮ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম দিন। এর ফলে রাস্তার উপরিভাগ গলে যায়।
বাংলাদেশের মতো ভারতেও তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। ভারতের বেশিরভাগ রাজ্যেই তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। মঙ্গলবার দেশটির অধিকাংশ স্থানে তাপমাত্রা ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়েছে। সতর্ক করে বলা হয়েছে, বাড়তি তাপমাত্রার কারণে লাখ লাখ মানুষ অত্যন্ত ক্লান্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে পারে। হিটস্ট্রোকে মৃত্যুও বাড়তে পারে।
উড়িষ্যার বাড়িপাড়ায় গত সোমবার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ভারতে প্রতিবছরই অনেক মানুষ প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে মারা যান। মঙ্গলবার মহারাষ্ট্রে ভূষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে ১১ জন হিটস্ট্রোকে মারা গেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সপ্তাহে প্রচণ্ড গরমের উদ্বেগের কারণে রাজ্যের সব স্কুল বন্ধ করে দিয়েছেন। এ ছাড়া ত্রিপুরা ও উড়িষ্যায়ও চলতি সপ্তাহে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।