নতুন তারিখ ঘোষণা করা হলো বন অধিদপ্তরের ফরেস্টার পদের স্থগিত হয়ে যাওয়া লিখিত পরীক্ষার। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলছে, ফরেস্টার পদের লিখিত পরীক্ষা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত ২০ জুলাই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৈষম্যবিরোধদের আন্দোলনের ফলে তা স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। আগের প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে হাজির হতে হবে।
লিখিত পরীক্ষার ফলাফল ২০ ডিসেম্বর বন অধিদপ্তরের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২১ ডিসেম্বর বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি লিখিত পরীক্ষার ফলাফলের সঙ্গে উল্লেখ করা হবে। মৌখিক পরীক্ষার জন্যও নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।