আশা এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ PDF আকারে Download করতে নিচের ডাউনলোড বাটন প্রেস করুন।
এই মাত্র প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি গুলো পড়তে পারেন!
আশা এনজিও চাকরিতে আবেদন করার শর্তবলী:
অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আশা) নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার আগে, চাকরির আবেদনের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া ভালোভাবে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। আশা এনজিও চাকরিতে আবেদনের করার সকল যোগ্যতার বিস্তারিত তথ্য গুলো নীচে উল্লেখ করা হয়েছে।
- জাতীয়তা: আশা এনজিও চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- বয়সসীমা: আশা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর প্রকাশিত ইমেজে উল্লিখিত তারিখ অনুসারে আবেদন কারীর বয়স নির্ধারন করা হবে।
- শিক্ষাগত যোগ্যতা: আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা গুলো থাকতে হবে অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আশা) চাকরির অফিসিয়াল ইমেজ অনুযায়ী।
- অন্যান্য যোগ্যতা: ফ্রেশার এবং অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- জেলা যোগ্যতা: প্রকশিত নিয়োগ অফিসিয়াল ইমেজ অনুযায়ী উল্লিখিত জেলার বাসিন্দারা সেই সকল পদের জন্য আবেদন করতে পারেন।
- নিয়োগ পরীক্ষা: সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় কাগজপাতি বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রশংসাপত্রের অনুলিপি সঙ্গে করে নিয়ে আসতে হবে। (প্রকাশিত সার্কুলারের উল্লেখিত তথ্য অনুযায়ী)
- চাকরির আবেদন: আশা এনজিও চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ – এর নির্দেশনা অনুযায়ী নিয়োগে উল্লেখিত ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীকে অনলাইনে সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে।
আশা এনজিও নিয়োগের আবেদন ফরমটি বিডিজবস এর মাধ্যমে পূরণ করার পদ্ধতিঃ
অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আশা) চাকরিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীরা খুব সহজে বাংলাদেশের জনপ্রিয় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশক ওয়েবসাইট বিডি জবসের মাধ্যমে অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারবেন। আশা এনজিও চাকরির আবেদনপত্র পূরণ করার ক্ষেত্রে সতর্কতার সাথে চাকরির আবেদনপত্র পূরণ করে অনলাইনে জমা দিতে হবে।
আমরা নিচে চাকরি প্রার্থীদের সুবিধার্থে আশা এনজিও চাকরির আবেদন পত্র অনলাইনে পূরণ করার নিয়ম ধাপ অনুযায় নিচে উল্লেখ করেছি। নিচের নিয়ম অনুসারে সঠিকভাবে অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আশা) চাকরির আবেদনটি সঠিক ভাবে করতে পারবেন।
- আশা এনজিও চাকরিতে আবেদন করতে উপরে সংযুক্ত করা ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর “Apply Online” বাটনে ক্লিক করতে হবে।
- বিডি জবস এ আপনার একাউন্ট লগইন করতে হবে। (অ্যাকাউন্ট না থাকলে নতুন করে তৈরি করতে হবে)
- আশা চাকরির আনুমানিক বেতন “Your Expected Salary Monthly” দিতে হবে।
- Priority Level “High” দিতে হবে।
- এখন “উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি” এখানে টিকমার্ক দিতে হবে।
- সর্বশেষ, আপনাকে আশা এনজিও চাকরির আবেদন করতে “Apply” বাটনে ক্লিক করলে আপনার আবেদন সম্পূর্ন হবে।
আশা এনজিও নিয়োগ পরীক্ষা সময়-সূচিঃ
সফলভাবে অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আশা) চাকরির শূন্যপদে আবেদন করার পর, আশা নিয়োগটির সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচী আপনার আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফরম এবং সিভিতে দেওয়া উল্লিখিত মোবাইল নম্বরে SMS করে বা ইমেলের মাধ্যমে যথা সময়ে প্রার্থীদের জানানো হবে।
তাই আশা এনজিও চাকরির বিজ্ঞপ্তি ২০২৫ -এর জন্য আবেদন করার পরে নিয়মিত আপনার মোবাইল এসএমএস এবং ইমেল ইনবক্স চেক করুন। এছাড়াও অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট নিয়োগটির সকল আপডেট তথ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.asa.org.bd এ প্রকাশ করা হবে। সুতরাং আশা নিয়ােগ পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট তথ্যের জন্য আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
হেল্পলাইন/যোগাযোগ
আশা এনজিও নিয়োগে আবেদনের সময় কোন সমস্যার সম্মুখীন হলে নিম্নে বর্ণিত নম্বর কিংবা ই-মেইল ব্যবহার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে সাহায্য নিন।
- হেল্পলাইন নম্বর: +88 02 58155609 এ কল করুন।
- ই-মেইল: [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাইবে।
- অফিসিয়াল ওয়েবসাইট: www.asa.org.bd
- ঠিকানা: আশা টাওয়ার, ২৩/৩, বীর উত্তম এ এন এম নুরুজ্জামান সড়ক, শ্যামলী, ঢাকা-১২০৭, বাংলাদেশ।
আশা এনজিও জব সার্কুলার ২০২৫
অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আশা) সংক্ষিপ্ত পরিচিতিঃ ‘আশা’ বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভর ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান (MFI) যার সারাদেশব্যাপী বিস্তৃত ৩,০৭৩টি ব্রাঞ্চ ও ২৫,৮৫৯ জন দক্ষ কর্মীর সহায়তায় প্রায় ৭৩ লক্ষ সদস্যকে ক্ষুদ্রঋণ সেবা দেয়া হচ্ছে। নিউইয়র্কভিত্তিক বিশ্ববিখ্যাত ফর্বস ম্যাগাজিনের রেটিং -এ ২০০৭ সালে আশা বিশ্বের শীর্ষতম ক্ষুদ্রঋণদানকারী সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে। ‘আশা’ সম্পূর্ণ বিদেশী অনুদানমুক্ত একটি সংস্থা। সংস্থাটির আর্থিক কর্মসূচির উদ্বৃত্ত তহবিল থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আশা বিশ্ববিদ্যালয়ে আশা’র সদস্যের সন্তানদের জন্য Tuition Fee Waiver -এর ব্যবস্থা আছে। স্বল্প খরচে আশা-ম্যাটস্ -এ অধ্যয়ন করে “মেডিকেল এসিস্ট্যান্ট” হওয়ার সুযোগ আছে।