চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে অর্ধ কোটি টাকার ৫ টি স্বর্ণের বার সহ মোঃ সেলিম(৩৩) নামের এক চোরাচালানি কে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি।তিনি কুমিল্লা জেলার হোমনা থানার নীলখি গ্রামে রওশনা আলীর ছেলে।সোমবার সকাল ৯ টার দিকে দর্শনা মুজিবনগর সড়কের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, সোমবার সকালে বিজিবি নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই দর্শনা সীমান্তর দিয়ে ভারতের স্বর্ণ একটি চালান পাচার হবে।
খবর পেয়ে বিজিবির হাবিলদার সৈয়দ আমিনুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম দর্শনা বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করে। এ সময় সেলিম নামের ওই চোরাচরানি একটি বাস থেকে নেমে ভ্যান যৌগে সীমান্তের দিকে যাচ্ছি। তাকে দেখে বিজিবি আটক করে। পরে তার দেহ তাল্লাসী করে ১ টি মোবাইল কোমরের মাজার ভেতরে বিশেষ কায়দার পকেট থেকে লুকায়িত ৫ টি স্বর্ণের বার উদ্ধার করে।
যার ওজন ৫৮৩.২০ বিশ গ্রাম । আনুমানিক বাজার মূল্য ৪৮ লক্ষ ৫০ হাজার টাকা। তার বিরুদ্ধে দর্শনা থানায় একটি স্বর্ণ চোরাচালার আইনে মামলা দায়ের সহ স্বর্ণগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে চালান করা প্রক্রিয়াধীন রয়েছে।