দামুড়হুদার পৃথক দুটি ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি প্রতিষ্ঠান থেকে ৩০হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল কুমার দাস। বুধবার (৬মার্চ) দুপুরে পৃথক দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, বুধবার দুপুর দামুড়হুদা উপজেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় দামুড়হুদা বাজারের চৌরাস্তা মোড়ের মৌচাক দধী এন্ড মিষ্টান্ন ভান্ডারে পন্যের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ না লেখা থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকার অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অপরদিকে, দামুড়হুদা মাদরাসা পাড়ায় অবস্থিত হাসিনা ফুড প্রোডাক্ট এন্ড বেকারিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ওই সময় বেকারীর বিএসটিআই লাইসেন্স না থাকায়, পন্যের মোড়কে বিনা অনুমতিতে বিএসটিআই এর লোগো ব্যাবহার করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ২৭ ধারায় দোষী সাব্যস্ত করে ২৫হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল।###