যৌথবাহিনীর অভিযানে কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ২
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং চকলেট বাজি, মোবাইল ও টাকা উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। আটক করা হয়েছে লাল মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুজনকে।
কালীগঞ্জ উপজেলার তেহরীহুদা গ্রামে সোমবার দিবাগত রাত ১টায় যৌথ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদি উদ্ধার করা হয়। আটক লাল মিয়া ওই গ্রামের রোস্তম মন্ডল ও জাহাঙ্গীর আলম নুরুজ্জামানের ছেলে।
যৌথ অভিযানের নেতৃত্বে থাকা মেজর আকিকুর রহমান রুশাদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উপজেলার মল্লিকপুর বাজার সংলগ্ন তেহরীহুদা গ্রামের লাল মিয়ার বসতবাড়ির ভেতর কিছু লোক অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করছে। সেসময় তাদের হেফাজতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জমাদি উদ্ধার করে। অভিযানটি রাত সাড়ে ১টার দিকে পরিচালনা করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা অবস্থায় হাতেনাতে তাদেরকে আটক অভিযানে থাকা যৌথবাহিনীর সদস্যরা।
অভিযানকালে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি একটি পাইপগান, তিন রাউন্ড রাইফেলের গুলি, এক রাউন্ড শটগানের গুলি, দুটি রাইফেলের খোসা, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ২১ হাজার ৫৫০ টাকা।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র, গুলি, আগ্নেয়াস্ত্র তৈরির সরাঞ্জম এবং চকলেট বাজি নিজ হেফাজতে রাখার অপরাধে বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।