তথ্যপ্রযুক্তি ডেস্কঃ
স্মার্টফোন মানেই অ্যাপ নির্ভরশীলতা। সব ধরনের কাজের জন্য আলাদা আলাদা অ্যাপের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু এর মধ্যে থেকে কোন অ্যাপ ক্ষতিকর তা ধরতে পারেন না অনেকেই। যার ফলে নানা সমস্যায় পড়তে হয়। ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ভয় থাকে। তবে সেই চিন্তা থেকে মুক্তির উপায় বলে দিলো ভারতে টেলিকম দফতর। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে সেই উপায় জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। ক্ষতিকর অ্যাপ স্ক্যান করার সহজ উপায়ের জন্য প্রথমে গুগল প্লে-স্টোর ওপেন করুন। তারপর উপরে ডান দিকে প্রোফাইল অপশনে ক্লিক করুন। এখানে প্লে প্রটেক্ট নামের একটি অপশন থাকবে তাতে ক্লিক করুন। পরবর্তী পেজে স্ক্যান অপশনে ক্লিক করুন। এটি করলে আপনার মোবাইল স্ক্যান হওয়া শুরু হবে এবং কোনও ক্ষতিকর বা ভুয়া অ্যাপ থাকলে জেনে যাবেন। অধিকাংশ সময় এই ধরনের অ্যাপ লুকিয়ে থাকে ফোনে। অর্থাৎ অন্য নামে বা ফাইল ম্যানেজারের এমন এক ফোল্ডারে গিয়ে লুকিয়ে থাকে যা সহজে চোখে পড়ে না। কিন্তু এগুরো আপনার ক্রেডিট কার্ডের তথ্য, ওটিপি, পিন, ব্যাংকিং অ্যাপ লগ ইন করার সময় ইউজারনেম ও পাসওয়ার্ড, ই-মেইল পাসওয়ার্ড ইত্যাদি একাধিক ব্যক্তিগত তথ্য চুরি করে।