চুয়াডাঙ্গা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাইক্রো’র ধাক্কায় ভ্যান চালক নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্যান মাই‌ক্রো মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ভ্যানচালক বৃদ্ধ হা‌রেজ আলী মারা‌গে‌ছে। আজ বৃহস্প‌তিবার (৭ ডি‌সেম্বর) সকাল ৮ দি‌কে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়‌কের উজিরপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।‌ নিহত ভ্যান চালক দামুড়হুদার বিষ্ণপুর গ্রামের উত্তর পাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

 

দামুড়হুদা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান হযরত আলী জানান, অন্যান্য দি‌নের মত আজ (বৃহস্প‌তিবার) সকা‌লে ভ্যান চালক হা‌রেজ আলী বিষ্ণপুর গ্রাম থে‌কে উ‌জিরপুর মাদ্রাসার এক ছাত্রী‌কে মাদ্রাসায় নি‌য়ে আ‌সেন। ওই  ছাত্রী‌কে মাদ্রাসায় না‌মি‌য়ে দি‌য়ে ভ্যান ঘোরা‌নোর সময়  চুয়াডাঙ্গা থে‌কে দামুড়হুদার অ‌ভিমু‌খে যাওয়া দ্রুত গ‌তির এক‌টি মাই‌ক্রো ভ্যা‌নের সাম‌নে ধাক্কা দি‌লে ভ্যান চালক  হারেজ আলী গুরুতর আহত হ‌য়ে সড়‌কের উপর ছিট‌কে প‌ড়ে।

 

এসময় স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষকরা ভ্যান চালক‌কে উদ্ধার ক‌রে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে নি‌লে কর্তব্যরত ডাক্তার তা‌কে মৃত ঘোষনা ক‌রেন।

 

চেয়ারম্যান মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

দামুড়হুদা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলমগীর কবীর জানান, ঘাতক মাই‌ক্রো সহ চালক‌কে আটক করা হ‌য়ে‌ছে। নিহতের প‌রিবা‌রের পক্ষ থে‌কে এখ‌নো পর্যন্ত (বেলা ১২ পর্যন্ত) কোন অ‌ভি‌যোগ ক‌রে‌নি। অ‌ভি‌যোগ পে‌লে আই‌নি পদ‌ক্ষেপ নেওয়া হ‌বে।

Powered by WooCommerce

চুয়াডাঙ্গায় মাইক্রো’র ধাক্কায় ভ্যান চালক নিহত

আপডেটঃ ১২:৪৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্যান মাই‌ক্রো মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ভ্যানচালক বৃদ্ধ হা‌রেজ আলী মারা‌গে‌ছে। আজ বৃহস্প‌তিবার (৭ ডি‌সেম্বর) সকাল ৮ দি‌কে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়‌কের উজিরপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।‌ নিহত ভ্যান চালক দামুড়হুদার বিষ্ণপুর গ্রামের উত্তর পাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

 

দামুড়হুদা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান হযরত আলী জানান, অন্যান্য দি‌নের মত আজ (বৃহস্প‌তিবার) সকা‌লে ভ্যান চালক হা‌রেজ আলী বিষ্ণপুর গ্রাম থে‌কে উ‌জিরপুর মাদ্রাসার এক ছাত্রী‌কে মাদ্রাসায় নি‌য়ে আ‌সেন। ওই  ছাত্রী‌কে মাদ্রাসায় না‌মি‌য়ে দি‌য়ে ভ্যান ঘোরা‌নোর সময়  চুয়াডাঙ্গা থে‌কে দামুড়হুদার অ‌ভিমু‌খে যাওয়া দ্রুত গ‌তির এক‌টি মাই‌ক্রো ভ্যা‌নের সাম‌নে ধাক্কা দি‌লে ভ্যান চালক  হারেজ আলী গুরুতর আহত হ‌য়ে সড়‌কের উপর ছিট‌কে প‌ড়ে।

 

এসময় স্থানীয় লোকজন ও মাদ্রাসার শিক্ষকরা ভ্যান চালক‌কে উদ্ধার ক‌রে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে নি‌লে কর্তব্যরত ডাক্তার তা‌কে মৃত ঘোষনা ক‌রেন।

 

চেয়ারম্যান মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

দামুড়হুদা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলমগীর কবীর জানান, ঘাতক মাই‌ক্রো সহ চালক‌কে আটক করা হ‌য়ে‌ছে। নিহতের প‌রিবা‌রের পক্ষ থে‌কে এখ‌নো পর্যন্ত (বেলা ১২ পর্যন্ত) কোন অ‌ভি‌যোগ ক‌রে‌নি। অ‌ভি‌যোগ পে‌লে আই‌নি পদ‌ক্ষেপ নেওয়া হ‌বে।