চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোম্পানির ঐতিহ্যবাহি সংগঠন মাসুদুর রহমান মাসুদ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এক বিশাল কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) সন্ধা ৭ টার সময় এ কর্মি সভা অনুষ্ঠিত হয়।
মাসুদ সংগঠনের চেয়ারম্যান সাহেব আলী শিকদার’র (সিডিএর) সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত কেরু’র ৯ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শ্রমিক কল্যান ফেডারেশনের সম্মানিত সভাপতি মাসুদুর রহমান মাসুদ।
কর্মি সভায় উপস্থিতিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, কেরু’র মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইয়াসির আরাফাত, কেরু’র শ্রমিকও কর্মচারী ইউনিয়নের সদস্য ইদ্রীস আলী, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক মোঃ সালাউদ্দীন সনেট, আগামী নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী এএসএম কবির, কেরু’র সাবেক সহ-সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক খবির উদ্দীন, কেরু’র সিবিএ সদস্য সাহেব আলী শিকদার, জগতি চিনিকলের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
বক্তরা বলেন, আমারা এই ঐতিহ্যবাহি সংগঠনকে বাচিয়ে রাখতে চাই এবং এই সংগঠন থেকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে সৌমিক হাসান রুপম কে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চাই এবং সংগঠনের পক্ষ থেকে প্রতি রবিবারে সাপ্তাহিক সভা দিতে হবে। সর্বশেষে সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদুর রহমান মাসুদ বক্তাদের সাথে একমত পোষণ করেন। তিনি আগামী কেরু’র সিবিএ নির্বাচনে সৌমিক হাসান রুপম কে সাধারণ সম্পাদক পার্থী হিসেবে ঘোষণা দেন এবং পরবর্তীতে প্রতি রবিবার সাপ্তাহিক সভা করার জন্য সংগঠনের নেতা-কর্মীদের ব্যবস্হা নিতে বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কায়েস আব্দুল্লাহ।