দামুড়হুদা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে (আজ) বুধবার দুপুরে আন্তর্জাতিক নারী দিবসে শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনসুর বাবু বলেন নারীর অধিকার সংরক্ষন ও নারীর প্রতি বৈষম্য মুলক আচরন করা যাবেনা।
তাদেরকে মায়ের জাতি ভাবতে হবে। এ সময় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী শহিদুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) সজল কুমার দাস, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।