চুয়াডাঙ্গা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনা কেরু সহ ৪ টি চিনিকলের কর্মকর্তাদের নিয়ে উন্নত আখচাষের প্রশিক্ষণ

Exif_JPEG_420

উন্নত পদ্ধতিতে আখচাষ আখ উন্নয়ন, সমস্যা সমাধান ও চাষীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আখচাষ বৃদ্ধির বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ আজ মঙ্গলবার দুপুরে শেষ হয়েছে।

 

কেরু চিনিকল ট্রেনিং কমপ্লেক্স ভবনে ও মিলের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারের যুগ্ম সচিব, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন পরিচালক (ইক্ষু গবেষনা) জনাব পুলক কান্তি বড়ুয়া,প্রধান সিপিই গিয়াস উদ্দীন। প্রশিক্ষনে নাটোর মোবারকগন্জ, ফরিদপুর ও কেরু চিনিকলের প্রায় শতাধীক কর্মকর্তা ও সিডিএ গন উপস্থিত ছিলেন।

 

কেরু চিনিকলের সার্বিক আয়োজনে ও বি এস এফ আই সি এর উদ্যেগে গত রবিবার সকাল ১১টায় তিন দিনের এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন পরিচালক( অর্থ) মো: খন্দকার আজিম আহম্মেদ এনডিসি,প্রধান টি এস ডঃ জেবুন নাহার, জি এম (বীজ) রওশন আরা আরজু।

 

কেরু চিনিকলের (জি এম) আশরাফুল আলম ভুইয়া,ডিজিএম (খামার) সুমন কুমার সাহা,খামার ইনর্চ্জা মো: এমদাদুল হক,ওমর ফারুক সহ শতাধীক কর্মকর্রতা অতিথি হিসেবে অংশ গ্রহন করেন। পরে সার্বিক বিষয়ে মুল্ল্যায়ন করে প্রশিক্ষানার্থীদের মধ্যে মেধা তালিকায় সনদ বিতরন করা হয়।

প্রসঙ্গঃ
জনপ্রিয় সংবাদ

দর্শনা কেরু ডিস্ট্রিলারী থেকে মদ চুরি ঠেকাতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দর্শনা কেরু সহ ৪ টি চিনিকলের কর্মকর্তাদের নিয়ে উন্নত আখচাষের প্রশিক্ষণ

প্রকাশ : ০৭:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

উন্নত পদ্ধতিতে আখচাষ আখ উন্নয়ন, সমস্যা সমাধান ও চাষীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আখচাষ বৃদ্ধির বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ আজ মঙ্গলবার দুপুরে শেষ হয়েছে।

 

কেরু চিনিকল ট্রেনিং কমপ্লেক্স ভবনে ও মিলের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারের যুগ্ম সচিব, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন পরিচালক (ইক্ষু গবেষনা) জনাব পুলক কান্তি বড়ুয়া,প্রধান সিপিই গিয়াস উদ্দীন। প্রশিক্ষনে নাটোর মোবারকগন্জ, ফরিদপুর ও কেরু চিনিকলের প্রায় শতাধীক কর্মকর্তা ও সিডিএ গন উপস্থিত ছিলেন।

 

কেরু চিনিকলের সার্বিক আয়োজনে ও বি এস এফ আই সি এর উদ্যেগে গত রবিবার সকাল ১১টায় তিন দিনের এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন পরিচালক( অর্থ) মো: খন্দকার আজিম আহম্মেদ এনডিসি,প্রধান টি এস ডঃ জেবুন নাহার, জি এম (বীজ) রওশন আরা আরজু।

 

কেরু চিনিকলের (জি এম) আশরাফুল আলম ভুইয়া,ডিজিএম (খামার) সুমন কুমার সাহা,খামার ইনর্চ্জা মো: এমদাদুল হক,ওমর ফারুক সহ শতাধীক কর্মকর্রতা অতিথি হিসেবে অংশ গ্রহন করেন। পরে সার্বিক বিষয়ে মুল্ল্যায়ন করে প্রশিক্ষানার্থীদের মধ্যে মেধা তালিকায় সনদ বিতরন করা হয়।