চুয়াডাঙ্গা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ১০

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের পরীক্ষা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ-ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় ছাত্রদল কর্মীসহ ৩জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়া হয়েছে।

 

রোববার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এছাড়া বিশৃংখলায় জড়িত সন্দেহ ৯জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

 

পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন শ্রেণির পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল হয়। পরে ছাত্রলীগ কর্মীদের পক্ষে বহিরাগতরা ছুটে এলে ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ ও ছাত্রদল কর্মী আল আমিন সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এসময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন প্রতিষ্ঠানের কয়েকজন সাধারণ শিক্ষার্থী।

 

এ ঘটনায় আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ (২৪), ছাত্রদল কর্মী আল আমিন রক (১৯), কামরুল হাসান রবিন (২২), তনয় (২২), মেহেদি (২১), রিপন (২১), মোহিত (২১), রাকিবুল (২২), আলিফ (২১)।

 

আহত ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ বলেন, ‘আমি একসময় ছাত্রলীগ নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তবে আমি কোন পদে নেই। রোববার পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধর করে ছাত্রদল নেতাকর্মীরা।’

 

আহত ছাত্রদল কর্মী আল আমিন রক বলেন, ‘আমি পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী এবং মানিকপুর জেলা ছাত্রদলের সদস্য। বহিরাগত লোক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের এক সহপাঠীর উপর হামলা করে। পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সাথে সংঘর্ষ বেঁধে যায়।’

 

সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, দুপুরে ছাত্রলীগের কিছু কর্মী শিক্ষা প্রতিষ্ঠানটিতে উপস্থিত হলে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের নিভৃত করার চেষ্টা করে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে, আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Source link

Powered by WooCommerce

মুন্সীগঞ্জে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ১০

আপডেটঃ ১১:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে ছাত্রলীগ কর্মীদের পরীক্ষা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ-ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুত্বর অবস্থায় ছাত্রদল কর্মীসহ ৩জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়া হয়েছে।

 

রোববার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এছাড়া বিশৃংখলায় জড়িত সন্দেহ ৯জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

 

পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন শ্রেণির পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল হয়। পরে ছাত্রলীগ কর্মীদের পক্ষে বহিরাগতরা ছুটে এলে ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ ও ছাত্রদল কর্মী আল আমিন সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এসময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন প্রতিষ্ঠানের কয়েকজন সাধারণ শিক্ষার্থী।

 

এ ঘটনায় আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ (২৪), ছাত্রদল কর্মী আল আমিন রক (১৯), কামরুল হাসান রবিন (২২), তনয় (২২), মেহেদি (২১), রিপন (২১), মোহিত (২১), রাকিবুল (২২), আলিফ (২১)।

 

আহত ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ বলেন, ‘আমি একসময় ছাত্রলীগ নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তবে আমি কোন পদে নেই। রোববার পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধর করে ছাত্রদল নেতাকর্মীরা।’

 

আহত ছাত্রদল কর্মী আল আমিন রক বলেন, ‘আমি পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী এবং মানিকপুর জেলা ছাত্রদলের সদস্য। বহিরাগত লোক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের এক সহপাঠীর উপর হামলা করে। পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সাথে সংঘর্ষ বেঁধে যায়।’

 

সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, দুপুরে ছাত্রলীগের কিছু কর্মী শিক্ষা প্রতিষ্ঠানটিতে উপস্থিত হলে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের নিভৃত করার চেষ্টা করে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে, আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Source link