চুয়াডাঙ্গা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরি করায় জরিমানা

চুয়াডাঙ্গা সদরে অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরি ও অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার করার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

 

রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টায় সদর উপজেলার দৌলতদিয়ার, হাতিকাটা ও আলুকদিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে সেমাই কারখানা, মশলা কারখানা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় এ জরিমানা করা হয়।

semai

 

 

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মোহা. সজল আহম্মেদ বলেন, অভিযানে দৌলতদিয়াড়ের মেসার্স হক ব্রাদার্স সেমাই ফ্যাক্টরিতে অভিযানে অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মইনুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স মুজাদ্দেদীয়া ট্রেডার্সের সেমাই কারখানায় অভিযানে একই অপরাধ ও ধারায় প্রতিষ্ঠানটির মালিক গোলাম রসুলকে ২ হাজার টাকা, মেসার্স এস ডি সেমাই এন্ড ওয়েল মিলের মালিক হাফিজুর রহমানকে অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরি ও মশলার প্যাকেটে বিএসটিআই ছাড়াই লোগো ব্যবহার করায় ৪৩ ও ৪৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক মোট ১০ হাজার জরিমানা করা হয় এবং সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে সেমাই তৈরির ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়।

 

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব: আসিফ নজরুল

avashnews

Powered by WooCommerce

চুয়াডাঙ্গায় অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরি করায় জরিমানা

আপডেটঃ ০৫:২৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩

চুয়াডাঙ্গা সদরে অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরি ও অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার করার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

 

রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টায় সদর উপজেলার দৌলতদিয়ার, হাতিকাটা ও আলুকদিয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে সেমাই কারখানা, মশলা কারখানা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় এ জরিমানা করা হয়।

semai

 

 

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মোহা. সজল আহম্মেদ বলেন, অভিযানে দৌলতদিয়াড়ের মেসার্স হক ব্রাদার্স সেমাই ফ্যাক্টরিতে অভিযানে অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মইনুল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৩ হাজার টাকা, মেসার্স মুজাদ্দেদীয়া ট্রেডার্সের সেমাই কারখানায় অভিযানে একই অপরাধ ও ধারায় প্রতিষ্ঠানটির মালিক গোলাম রসুলকে ২ হাজার টাকা, মেসার্স এস ডি সেমাই এন্ড ওয়েল মিলের মালিক হাফিজুর রহমানকে অস্বাস্থ্যকরভাবে সেমাই তৈরি ও মশলার প্যাকেটে বিএসটিআই ছাড়াই লোগো ব্যবহার করায় ৪৩ ও ৪৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক মোট ১০ হাজার জরিমানা করা হয় এবং সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে সেমাই তৈরির ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়।

 

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।