চুয়াডাঙ্গা ০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় কালের কণ্ঠ শুভসংঘের এতিম শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে এতিম খানার শিশুদের ঈদের পোশাক বিতরন করা হয়েছে। বুধবার বিকালে দামুড়হুদা বাজারের বিশিষ্ট ইলেক্টনিক্স ব্যবসায়ী শুভসংঘের বন্ধু বেল্টু রহমান ও খান গার্মেন্টের মালিক জহির উদ্দীনসহ উপজেলা শুভসংঘের সকল বন্ধুদের সহায়তায় পুড়াপাড় জামিয়া আশরাফিয় সামসুল উলুম শান্তিবাগ এতিমখানা মাদরাসা ও লিল্লাহ বোডিংয়ের ২০ জন এতিম অসহায় শিশু শিক্ষার্থী হাতেএই পোশাক তুলে দেওয়া হয়।এই পোশাক পেয়ে বিজয় খুশি এতিম শিশুরা।

 

ঝিনাইদহ জেলার হাপিিনয়া গ্রামের ইয়াছিন আলির ছেলে রিয়াদ(১২) বলেন আমার মা’ নই বাবা দ্বিতীয় বিয়ে করেছে। সত মা তাকে দেখতে পারেনা অন্যের বাড়ীতে কাজ করতো বাবা কোন খোজ খবর নেইনা। তাই একই গ্রামের ইমন (১৩) পুড়াপাড়া মাদ্রাসায় পড়ে তার সাখে যোগাযোগ করে দুই বছর আগে এখানে চলে এসেছি। এখানেই থাকি বাড়ীর প্রতি তার কোন আগ্রহ নেই। বাড়ী থাকতে ভালো খাবার বা পোশাক কোনোটিই কপালে জোটেনি।আপনাদের দেওয়া পোশাক খুব ভলো হয়েছে। এই পাঞ্জাবি ,পাজামা পরে এখানেই ঈদ কোরবে।

 

এতিমখানা মাদ্রাসা ও লিল্লাবডিএর পরিচালনা কমিটির সভাপতি শমশের আলি বলেন, ‘বসুন্ধারা গ্রুপের কালের কণ্ঠ শুভসংঘ ভালো কাজ করে যাচ্ছে। সংগঠনটি এর আগে করোনাকালে উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনামূলক প্রচার-প্রচারণা চালায়, মাস্ক, স্যানিটায়জার বিতরণ করে। এ ছাড়াও বিগত দিনগুলেতে বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ, রমজান মাসে রোজদারদের মাঝে ইফতার ও খারর বিতরণ করে। গত বছর আমাদের প্রতিষ্ঠানে এতিম শিক্ষার্থী দের রক্তের গ্রæপ নির্নয় করে দিয়েছে।

 

গত শীত মৌসুমে বসুন্ধারা গ্রুপের এই সংগঠন ছয়শ অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়-তারা মাদক ও বাল্যবিয়ে রোধে কাজ করে যাচ্ছে। এতিম অবহেলিত এমন শিশুদের পাশে দাড়ানো এসব ভালো কাজের সাথে থাকার জন্য শুভসংঘকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে সব সময় ভালো কাজের সাথে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন,প্রধান উপদেষ্টা কালের কণ্ঠের দামুড়হুদা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, সভাপতি ইসমাইল হোসেন, সধারণ সম্পাদক মাকসুদুর রহমান রতন খানঁ, অর্থ সম্পাদক নওশাদ আলি, সদস্য শমসের আলি, আল এমরান লিটন, সাহিত্যবিষয়ক সম্পাদক আব্দুল আলিম, প্রমুখ।

দিল্লিতে সংসদ ভবনের বাইরে গায়ে আগুন দিলো যুবক

avashnews

Powered by WooCommerce

দামুড়হুদায় কালের কণ্ঠ শুভসংঘের এতিম শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ

আপডেটঃ ০৯:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে এতিম খানার শিশুদের ঈদের পোশাক বিতরন করা হয়েছে। বুধবার বিকালে দামুড়হুদা বাজারের বিশিষ্ট ইলেক্টনিক্স ব্যবসায়ী শুভসংঘের বন্ধু বেল্টু রহমান ও খান গার্মেন্টের মালিক জহির উদ্দীনসহ উপজেলা শুভসংঘের সকল বন্ধুদের সহায়তায় পুড়াপাড় জামিয়া আশরাফিয় সামসুল উলুম শান্তিবাগ এতিমখানা মাদরাসা ও লিল্লাহ বোডিংয়ের ২০ জন এতিম অসহায় শিশু শিক্ষার্থী হাতেএই পোশাক তুলে দেওয়া হয়।এই পোশাক পেয়ে বিজয় খুশি এতিম শিশুরা।

 

ঝিনাইদহ জেলার হাপিিনয়া গ্রামের ইয়াছিন আলির ছেলে রিয়াদ(১২) বলেন আমার মা’ নই বাবা দ্বিতীয় বিয়ে করেছে। সত মা তাকে দেখতে পারেনা অন্যের বাড়ীতে কাজ করতো বাবা কোন খোজ খবর নেইনা। তাই একই গ্রামের ইমন (১৩) পুড়াপাড়া মাদ্রাসায় পড়ে তার সাখে যোগাযোগ করে দুই বছর আগে এখানে চলে এসেছি। এখানেই থাকি বাড়ীর প্রতি তার কোন আগ্রহ নেই। বাড়ী থাকতে ভালো খাবার বা পোশাক কোনোটিই কপালে জোটেনি।আপনাদের দেওয়া পোশাক খুব ভলো হয়েছে। এই পাঞ্জাবি ,পাজামা পরে এখানেই ঈদ কোরবে।

 

এতিমখানা মাদ্রাসা ও লিল্লাবডিএর পরিচালনা কমিটির সভাপতি শমশের আলি বলেন, ‘বসুন্ধারা গ্রুপের কালের কণ্ঠ শুভসংঘ ভালো কাজ করে যাচ্ছে। সংগঠনটি এর আগে করোনাকালে উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনামূলক প্রচার-প্রচারণা চালায়, মাস্ক, স্যানিটায়জার বিতরণ করে। এ ছাড়াও বিগত দিনগুলেতে বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ, রমজান মাসে রোজদারদের মাঝে ইফতার ও খারর বিতরণ করে। গত বছর আমাদের প্রতিষ্ঠানে এতিম শিক্ষার্থী দের রক্তের গ্রæপ নির্নয় করে দিয়েছে।

 

গত শীত মৌসুমে বসুন্ধারা গ্রুপের এই সংগঠন ছয়শ অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়-তারা মাদক ও বাল্যবিয়ে রোধে কাজ করে যাচ্ছে। এতিম অবহেলিত এমন শিশুদের পাশে দাড়ানো এসব ভালো কাজের সাথে থাকার জন্য শুভসংঘকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে সব সময় ভালো কাজের সাথে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন,প্রধান উপদেষ্টা কালের কণ্ঠের দামুড়হুদা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, সভাপতি ইসমাইল হোসেন, সধারণ সম্পাদক মাকসুদুর রহমান রতন খানঁ, অর্থ সম্পাদক নওশাদ আলি, সদস্য শমসের আলি, আল এমরান লিটন, সাহিত্যবিষয়ক সম্পাদক আব্দুল আলিম, প্রমুখ।