চুয়াডাঙ্গা’র জীবননগরে তিন স্কুলছাত্রী নিখোঁজের ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকা চার কিশোরকে আটক করেছে।
জানা গেছে, উপজেলার কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জামিলা খাতুন(১৩), ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন (১২) একই শ্রেণির মরিয়ম খাতুন (১২) গত বুধবার সকাল ৯টায় একসাথে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
বিদ্যালয়ের রুটিন মাফিক তাদের ১টার সময় বাড়ী ফিরে আসার কথা থাকলেও নির্ধারিত সময়ে তারা বাড়ীতে না আসলে অভিভাবকরা বিদ্যালয়ে যেয়ে জানতে পারে তারা ওইদিন বিদ্যালয়ে আসেনি। অভিভাবকরা সম্ভাব্য স্থানে খোজা খুজি করে না পেয়ে জীবননগর থানায় সাধারণ ডায়েরী করে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) এর সহযোগীতায় তথ্যপ্রযুক্তির সহযোগীতায় জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা সঙ্গীয় এসআই এসএম রায়হান ও এসআই নাহিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন ঝাঝরি বেগমপুর গ্রামের মোহন মিয়ার বাড়ী থেকে তিন স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মনোহরপুর মাঝপাড়া আব্দুল মুমিন এর ছেলে শিহাব (১৮) ও আব্দুস সালামের ছেলে নাঈম (১৯) ও পাচারকাজে সহযোগীতা করার অপরাধে ঝাঝরি বেগম পুর গ্রামের কামাল হোসেনে ছেলে লিখন (১৬) ও একই গ্রামের ভাসান আলীর ছেলে ইয়াসিন হোসেন(১৮)কে আটক করে।
ঘটনার বিষয়ে জীবননগর থানার ওসি নাসির উদ্দীন মৃধা জানান তথ্যপ্রযুক্তির সহাতায় নিখোঁজ তিন ছাত্রীকে পাশ্ববর্তী চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন ঝাঝরি বেগমপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।
ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাবাদে তারা পাচারের উদ্দেশ্যে ফুসলিয়ে নিয়ে আসে বলে জানায়। এ বিষয়ে নারী নির্যাতন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।