চুয়াডাঙ্গা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় আলাউদ্দনি মণ্ডল (৫৫) নামে বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়ে‌ছে।

 

আজ রোববার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দি‌কে জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুর ‌ব্রি‌জের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দীন মণ্ডল উপজলোর বাঁকা ইউনয়িনরে আলীপুর মাঠপাড়ার মৃত: আফসার আলীর ‌ছে‌লে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দীন মণ্ডল বাইসাইকেল যো‌গে জীবননগর বাজারে যা‌চ্ছি‌লেন। তি‌নি লক্ষ্মীপুর ব্রি‌জের কাছে পৌঁছালে ‌বিপরীত ‌দিক থে‌কে আসা একটি মোটরসাইকেল বাইসাইকল‌টি‌কে মু‌খোমু‌খি ধাক্কা ‌দেয়। এতে উভয়ই রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

 

স্থানীয়রা তাদের‌কে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‌নিলে জরুরি ‌বিভা‌গের ডাক্তার আলাউদ্দীন মণ্ডলকে মৃত: ঘোষণা করনে। আহত মোটরসাইকেল আরোহীকে উন্নত চি‌কিৎসার জন্য যশোরে নেওয়ার পরার্মশ ‌দেন

 

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) না‌সির উদ্দীন মৃধা ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, খবর পে‌য়ে থানা পুলশি ঘটনাস্থলে যায়। এ বষিয়ে এখনো থানায় কোনো অভি‌যোগ করা হয়‌নি। অভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Powered by WooCommerce

জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

আপডেটঃ ০৫:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় আলাউদ্দনি মণ্ডল (৫৫) নামে বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়ে‌ছে।

 

আজ রোববার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দি‌কে জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুর ‌ব্রি‌জের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দীন মণ্ডল উপজলোর বাঁকা ইউনয়িনরে আলীপুর মাঠপাড়ার মৃত: আফসার আলীর ‌ছে‌লে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দীন মণ্ডল বাইসাইকেল যো‌গে জীবননগর বাজারে যা‌চ্ছি‌লেন। তি‌নি লক্ষ্মীপুর ব্রি‌জের কাছে পৌঁছালে ‌বিপরীত ‌দিক থে‌কে আসা একটি মোটরসাইকেল বাইসাইকল‌টি‌কে মু‌খোমু‌খি ধাক্কা ‌দেয়। এতে উভয়ই রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

 

স্থানীয়রা তাদের‌কে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‌নিলে জরুরি ‌বিভা‌গের ডাক্তার আলাউদ্দীন মণ্ডলকে মৃত: ঘোষণা করনে। আহত মোটরসাইকেল আরোহীকে উন্নত চি‌কিৎসার জন্য যশোরে নেওয়ার পরার্মশ ‌দেন

 

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) না‌সির উদ্দীন মৃধা ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, খবর পে‌য়ে থানা পুলশি ঘটনাস্থলে যায়। এ বষিয়ে এখনো থানায় কোনো অভি‌যোগ করা হয়‌নি। অভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।