দামুড়হুদার চারুলিয়া গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বালাই নাশক বিক্রেতা কে নগদ আর্থিক সহায়তা দিলেন উপজেলা বালাই নাশক সমিতি।
রোববার বিকালে উপজেলা কৃষি অফিসে কৃষি অফিসার মনিরুজ্জামান ও জেলা প্রশিক্ষন অফিসার মোহাম্মদ আলী জিন্নাহর মাধ্যমে ক্ষতিগ্রস্ত সাঈম টের্ডাস এর মালিক শওকত উসমান খানের হাতে নগদ ৫৫হাজার টাকার সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বালাই নাশক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক,সহ সভাপতি আজিজুর রহমান,সাংগাঠনিক সম্পাদক কামাল উদ্দীন সান্টু,হাউলি ইউনিয়ন সভাপতি রিপন,সাধারন সম্পাদক আতিয়ার রহমান,নাটুদা ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক,বিসিআইসি ডিলার যগোবন্ধু,আবু হানিফ।
উল্লেখ্য শুক্রবার ১৯মে দিনগত রাত৩টার দিকে বিদ্যুৎতের সর্ট সার্কিট থেকে আগুন লেগে শওকত উসমানের সাঈম টের্ডাসে অগ্রিকান্ডে দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।