চুয়াডাঙ্গা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনায় পুকুরে ডুবে দুই বালকের মৃত্যু

দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রা‌সে পুকুরে ডুবে সিহাব আ‌লি (৮) ও হুসাইন আলম (৮) না‌মে দুই শিশু বালকের করুন মৃত্যু হয়েছে।

 

আজ মঙ্গলবার দুপুরে এ মর্মা‌ন্তি ঘটনাটি ঘটে। এ ঘটনায় পু‌রো গ্রামে নে‌মে এ‌সে‌ছে শো‌কের ছায়া।

 

ঈশ্বরচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সিহাব আলি ও তরিকুল আলমের ছেলে হুসাইন আলম।

 

পা‌রিবা‌রিক ও গ্রামবাসি সূ‌ত্রে জানায়ায়, দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সিহাব আলি ও তরিকুল আলমের ছেলে হুসাইন আলম স্হানীয় পুকুরে গোসল করতে যায়। পরে দির্ঘ সময় তারা দুজন বাড়িতে না ফির‌লে খোজাখুজি শুরু হয়।

 

খোজা খু‌জির এক পর্যা‌য়ে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে পুকুরে গোসল করতে আসা গ্রামের লোকজন তাদের দুজ‌নের লাশ ভেসে উঠতে দেখে বাড়িতে খবর দেয়। সংবাদ পে‌য়ে দু প‌রিবা‌রের মানুষ কান্নায় ভে‌ঙ্গে পড়েন।

 

প‌রে গ্রামবাসির সহ‌যোগীতায় তাদের লাশ তুলে বাড়িতে নি‌য়ে আ‌সে। দু প‌রিবা‌রে শুরু হয় শো‌কের মাতম। গ্রা‌মের ফুটফু‌টে এক জোড়া বালক পানিতে ডুবে মারা যাওয়ায় সারা গ্রামে নে‌মে আ‌সে শো‌কেন ছায়া।

 

দর্শনা থানার অ‌ফিসার ইনচার্জ ফের‌দৌস ওয়া‌হিদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জনপ্রিয় সংবাদ

জীবননগরে অধিকমূল্যে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দর্শনায় পুকুরে ডুবে দুই বালকের মৃত্যু

প্রকাশ : ০৬:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রা‌সে পুকুরে ডুবে সিহাব আ‌লি (৮) ও হুসাইন আলম (৮) না‌মে দুই শিশু বালকের করুন মৃত্যু হয়েছে।

 

আজ মঙ্গলবার দুপুরে এ মর্মা‌ন্তি ঘটনাটি ঘটে। এ ঘটনায় পু‌রো গ্রামে নে‌মে এ‌সে‌ছে শো‌কের ছায়া।

 

ঈশ্বরচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সিহাব আলি ও তরিকুল আলমের ছেলে হুসাইন আলম।

 

পা‌রিবা‌রিক ও গ্রামবাসি সূ‌ত্রে জানায়ায়, দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সিহাব আলি ও তরিকুল আলমের ছেলে হুসাইন আলম স্হানীয় পুকুরে গোসল করতে যায়। পরে দির্ঘ সময় তারা দুজন বাড়িতে না ফির‌লে খোজাখুজি শুরু হয়।

 

খোজা খু‌জির এক পর্যা‌য়ে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে পুকুরে গোসল করতে আসা গ্রামের লোকজন তাদের দুজ‌নের লাশ ভেসে উঠতে দেখে বাড়িতে খবর দেয়। সংবাদ পে‌য়ে দু প‌রিবা‌রের মানুষ কান্নায় ভে‌ঙ্গে পড়েন।

 

প‌রে গ্রামবাসির সহ‌যোগীতায় তাদের লাশ তুলে বাড়িতে নি‌য়ে আ‌সে। দু প‌রিবা‌রে শুরু হয় শো‌কের মাতম। গ্রা‌মের ফুটফু‌টে এক জোড়া বালক পানিতে ডুবে মারা যাওয়ায় সারা গ্রামে নে‌মে আ‌সে শো‌কেন ছায়া।

 

দর্শনা থানার অ‌ফিসার ইনচার্জ ফের‌দৌস ওয়া‌হিদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।