চুয়াডাঙ্গা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা জেলা পুলিশ পথচারীদের শরবত পান করাচ্ছে

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এই তীব্র গরমে একটু স্বস্তি দিতে পথচারীদের লেবুর শরবত, স্যালাইন ও সুপেয় পানি পান করান জেলা পুলিশ।

 

মঙ্গলবার (৬ জুন) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরের পুলিশ বক্সের সামনে ঠান্ডা লেবুর শরবতের কনটেইনার উদ্বোধন করা হয়।

 

সাধারণ মানুষের জন্য লেবুর শরবতের কনটেইনার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

টানা ৯ দিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তীব্র গরমে ও দাবদাহে জনজীবন অতিষ্ঠ ও স্থবির হয়ে পড়েছে।

 

চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদফতর মঙ্গলবার (৬ জুন) বিকাল ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয় ৪১ শতাংশ। গত কয়েকদিন এ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে।

 

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় কর্কটক্রান্তি রেখা অতিক্রম এবং ভূ-প্রকৃতিসহ ৬টি কারণে গরমের তীব্রতা বেশি। ভৌগলিকভাবে এখানে গ্রীষ্মে যেমন তীব্র গরম আর তেমনি প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। চুয়াডাঙ্গাতে এখন যে তাপপ্রবাহ অব্যাহত আছে। সেটি এখনও ৫ থেকে ৬ দিন থাকবে মনে হয়।

 

তিনি বলেন, এই তীব্র গরমে সাধারণ মানুষের স্বস্তি দেওয়ার জন্য বড়বাজারের পুলিশ বক্সের সামনে ঠান্ডা কোমল শরবত পানি পান করানো হচ্ছে। সাধারণ মানুষ চলার পথে যদি ক্লান্তিবোধ করে তারা এই শরবত পান করতে পারবে। পাশাপাশি সুপেয় পানি ও খাবার স্যালাইন সরবরাহ করা হবে। জেলা পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এসময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন নিজ হাতে এক গ্লাস করে শরবত পান করিয়ে দেন পথচারী, শিক্ষার্থী, সাধারণ মানুষ, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।

Powered by WooCommerce

চুয়াডাঙ্গা জেলা পুলিশ পথচারীদের শরবত পান করাচ্ছে

আপডেটঃ ০৯:০০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এই তীব্র গরমে একটু স্বস্তি দিতে পথচারীদের লেবুর শরবত, স্যালাইন ও সুপেয় পানি পান করান জেলা পুলিশ।

 

মঙ্গলবার (৬ জুন) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরের পুলিশ বক্সের সামনে ঠান্ডা লেবুর শরবতের কনটেইনার উদ্বোধন করা হয়।

 

সাধারণ মানুষের জন্য লেবুর শরবতের কনটেইনার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

টানা ৯ দিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তীব্র গরমে ও দাবদাহে জনজীবন অতিষ্ঠ ও স্থবির হয়ে পড়েছে।

 

চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদফতর মঙ্গলবার (৬ জুন) বিকাল ৩টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয় ৪১ শতাংশ। গত কয়েকদিন এ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে।

 

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় কর্কটক্রান্তি রেখা অতিক্রম এবং ভূ-প্রকৃতিসহ ৬টি কারণে গরমের তীব্রতা বেশি। ভৌগলিকভাবে এখানে গ্রীষ্মে যেমন তীব্র গরম আর তেমনি প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। চুয়াডাঙ্গাতে এখন যে তাপপ্রবাহ অব্যাহত আছে। সেটি এখনও ৫ থেকে ৬ দিন থাকবে মনে হয়।

 

তিনি বলেন, এই তীব্র গরমে সাধারণ মানুষের স্বস্তি দেওয়ার জন্য বড়বাজারের পুলিশ বক্সের সামনে ঠান্ডা কোমল শরবত পানি পান করানো হচ্ছে। সাধারণ মানুষ চলার পথে যদি ক্লান্তিবোধ করে তারা এই শরবত পান করতে পারবে। পাশাপাশি সুপেয় পানি ও খাবার স্যালাইন সরবরাহ করা হবে। জেলা পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এসময় চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন নিজ হাতে এক গ্লাস করে শরবত পান করিয়ে দেন পথচারী, শিক্ষার্থী, সাধারণ মানুষ, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।