চুয়াডাঙ্গা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় বিপ্লব হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার সাথে থাকা রুবেল হোসেন (৩৫) নামে আরেকজন গুরুতর আহত হয়েছে। রোববার (০৯ জুলাই) সন্ধ্যা ৬ টার সময় উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডের নিকট ওই দুর্ঘটনা ঘটে।

 

নিহত বিপ্লব হোসেন ঝিনাইদহ জেলার সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে, তিনি সবজি ব্যবসায়ী ছিলেন । আহত রুবেল হোসেন একই উপজেলার ব্যাপারী পাড়ার গোলাম রসূলের ছেলে।সে ডিস ব্যবসায়ী।

 

স্থানীয়রা জানায়, আন্দুলবাড়ীয়া বাজার থেকে বিপ্লব ও রুবেল মোটরসাইকেলযোগে সন্তোষপুর বাসস্ট্যান্ডে দিকে যাচ্ছিলেন। তারা একতারপুর বাওড়ের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পেছনে বসা বিপ্লব হোসেন রাস্তার উপর ছিটকে ট্রাকের চাকারয় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং মোটরসাইকেল চালক রুবেল হোসেন গুরুতর আহত হন।

 

তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং লাশ তার স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, ট্রাক ও মোটরসাইকেল আমাদের হেফাজতে আছে, গাড়ি রেখে চালক পালাতক আছে তাকে ধরতে পুলিশ কাজ করছে। নিহতের স্বজনেরা আসলে তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Powered by WooCommerce

জীবননগরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আপডেটঃ ০৮:১৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩

চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় বিপ্লব হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার সাথে থাকা রুবেল হোসেন (৩৫) নামে আরেকজন গুরুতর আহত হয়েছে। রোববার (০৯ জুলাই) সন্ধ্যা ৬ টার সময় উপজেলার সন্তোষপুর বাসস্ট্যান্ডের নিকট ওই দুর্ঘটনা ঘটে।

 

নিহত বিপ্লব হোসেন ঝিনাইদহ জেলার সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে, তিনি সবজি ব্যবসায়ী ছিলেন । আহত রুবেল হোসেন একই উপজেলার ব্যাপারী পাড়ার গোলাম রসূলের ছেলে।সে ডিস ব্যবসায়ী।

 

স্থানীয়রা জানায়, আন্দুলবাড়ীয়া বাজার থেকে বিপ্লব ও রুবেল মোটরসাইকেলযোগে সন্তোষপুর বাসস্ট্যান্ডে দিকে যাচ্ছিলেন। তারা একতারপুর বাওড়ের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের পেছনে বসা বিপ্লব হোসেন রাস্তার উপর ছিটকে ট্রাকের চাকারয় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং মোটরসাইকেল চালক রুবেল হোসেন গুরুতর আহত হন।

 

তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে।

 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাসির উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং লাশ তার স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, ট্রাক ও মোটরসাইকেল আমাদের হেফাজতে আছে, গাড়ি রেখে চালক পালাতক আছে তাকে ধরতে পুলিশ কাজ করছে। নিহতের স্বজনেরা আসলে তাদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।