চুয়াডাঙ্গা ১ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন ৪ র্থ বারের মত ও চুয়াডাঙ্গা ২ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি আলী আজগর টগর ৪ র্থ বারের মত এমপি নির্বাচিত হয়েছেন।
*চুয়াডাঙ্গা ১*
বেসরকারি ফলাফলে চুয়াডাঙ্গা ১ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন পেয়েছেন ৯৬ হাজার ২ শ ৬৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়াল পেয়েছেন ৭২ হাজার ৭ শ ৬৮ ভোট।
বিজয়ী প্রার্থী সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন ২৩ হাজার ৪শ ৯৮ ভোটের ব্যবধান জয়ী হয়েছেন।
চুয়াডাঙ্গা ১ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৮১ টি। ভোট প্রদানের হার ৪৯ শতাংশ।
*চুয়াডাঙ্গা ২*
চুয়াডাঙ্গা ২ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৭৩ টি। ভোট প্রদানের হার ৪৬ শতাংশ।
বেসরকারি ফলাফলে চুয়াডাঙ্গা ২ আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি আলী আজগর টগর পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসেম রেজা পেয়েছেন ৬০ হাজার ৮ শ ৪৪ ভোট।
বিজয়ী প্রার্থী আলী আজগর টগর ৪৮ হাজার ৭শ ০৪ ভোটের ব্যবধান জয়ী হয়েছেন।
চুয়াডাঙ্গা ২ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৭৩ টি। ভোট প্রদানের হার ৩২ শতাংশ।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা রবিবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১১ টায় বেসরকারি এই ফলাফল ঘোষনা করেন।