চুয়াডাঙ্গা ১১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা সাইফুলকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড়ে সাইফুল ইসলাম (৫৫) নামের এক যুবলীগ নেতা কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

 

রক্তাক্ত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা সাইফুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

 

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার শহরতলীর দৌলতদিয়াড়ের এক কারখানার সামনে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সাইফুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত গোলাম সরওয়ারের ছেলে। তিনি বিএডিসিতে ব্যবসা করেন এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

 

আহত সাইফুল ইসলামের চাচাতো ভাই রনি বলেন, দুপুর ১টার দিকে শুনতে পারি সাইফুলকে কে বা কারা কুপিয়েছে। এরপর আমরা দ্রুত সদর হাসপাতালে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছি।

 

তিনি আরও বলেন, রোববার দুপুরে ব্যবসার কাজে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন সাইফুল। এ সময় রাস্তায় কে বা কারা তাকে কুপিয়ে জখম করে। তবে কী কারণে কুপিয়েছে এখনই বলা জানা সম্ভব নয়।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, সাইফুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে। আঘাতগুলো গভীর। প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি।

 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হুসাইন মালিক/কেএসআর

 

Powered by WooCommerce

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা সাইফুলকে কুপিয়ে জখম

আপডেটঃ ০৮:১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড়ে সাইফুল ইসলাম (৫৫) নামের এক যুবলীগ নেতা কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

 

রক্তাক্ত অবস্থায় স্থানীয় ব্যক্তিরা সাইফুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

 

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার শহরতলীর দৌলতদিয়াড়ের এক কারখানার সামনে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সাইফুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত গোলাম সরওয়ারের ছেলে। তিনি বিএডিসিতে ব্যবসা করেন এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা যুবলীগের সহ-সভাপতি।

 

আহত সাইফুল ইসলামের চাচাতো ভাই রনি বলেন, দুপুর ১টার দিকে শুনতে পারি সাইফুলকে কে বা কারা কুপিয়েছে। এরপর আমরা দ্রুত সদর হাসপাতালে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছি।

 

তিনি আরও বলেন, রোববার দুপুরে ব্যবসার কাজে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন সাইফুল। এ সময় রাস্তায় কে বা কারা তাকে কুপিয়ে জখম করে। তবে কী কারণে কুপিয়েছে এখনই বলা জানা সম্ভব নয়।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, সাইফুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে। আঘাতগুলো গভীর। প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি।

 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হুসাইন মালিক/কেএসআর