চুয়াডাঙ্গা ০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগর থানা থেকে মাদক মামলার আসামী গায়েব

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে মাদক মামলার আসামি মনোয়ারা খাতুন (৩০) নামে এক নারী আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটেছে।

 

পলাতক আসামি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মন্ডলের মেয়ে। বুধবার ৩০ অক্টোবর সকালে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেন্সিডিল ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আসামি মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে বিজিবি সদস্যরা আটক করেন। পরে বিজিবি সদস্যরা তাদেরকে থানা পুলিশে সোপর্দ করেন।

 

চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামি মনোয়ারা খাতুনকে থানার নারী ও শিশু ডেস্কে রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালের দিকে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানোর কথা ছিল।

 

তিনি বলেন, নারী আসামীদের নারী ও শিশু ডেস্কে রাখা হয়। বৃহস্পতিবার ৭টার দিকে বাথরুমে যাওয়ার কথা জানিয়ে থানা থেকে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। পালিয়ে যাওয়া আসামি মনোয়ারা ধরতে পুলিশি অভিযান চলছে। আশা করছি দ্রুতই তাকে গ্রেফতার করা হবে।

চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ

avashnews

Powered by WooCommerce

জীবননগর থানা থেকে মাদক মামলার আসামী গায়েব

আপডেটঃ ০৫:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে মাদক মামলার আসামি মনোয়ারা খাতুন (৩০) নামে এক নারী আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটেছে।

 

পলাতক আসামি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মন্ডলের মেয়ে। বুধবার ৩০ অক্টোবর সকালে জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেন্সিডিল ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আসামি মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে বিজিবি সদস্যরা আটক করেন। পরে বিজিবি সদস্যরা তাদেরকে থানা পুলিশে সোপর্দ করেন।

 

চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক আসামি মনোয়ারা খাতুনকে থানার নারী ও শিশু ডেস্কে রাখা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালের দিকে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানোর কথা ছিল।

 

তিনি বলেন, নারী আসামীদের নারী ও শিশু ডেস্কে রাখা হয়। বৃহস্পতিবার ৭টার দিকে বাথরুমে যাওয়ার কথা জানিয়ে থানা থেকে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। পালিয়ে যাওয়া আসামি মনোয়ারা ধরতে পুলিশি অভিযান চলছে। আশা করছি দ্রুতই তাকে গ্রেফতার করা হবে।