চুয়াডাঙ্গা ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দামুড়হুদায় বোরো ধান সংগ্রহের লটারী অনুষ্ঠিত  সাংবা‌দিক পলা‌শের মে‌য়ে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন ; চেয়ারম্যান আলী মুনছুর বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া দামুড়হুদায় বাবু জীবননগ‌রে হাফিজ চেয়ারম্যান নির্বাচিত দামুড়হুদা উপজেলা পর্যায়ে এসএসসি ৯২ব্যাচের পূনর্মিলনীর প্রস্তুতিসভা ও কমিটি গঠন দামুড়হুদার ডুগডুগি গ্রামে বাল্য বিয়ের আয়োজন:ভ্রাম্যমাণ আদালতে কনের পিতাকে জরিমানা দামুড়হুদা-হাউলী ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে তৃষ্ণাম্তদের মাঝে বিশুদ্ধ পানি, শরবত বিতরণ চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় বৃদ্ধ আটক চুয়াডাঙ্গায় দে‌শের স‌র্বোচ্চ দবদা‌হে প্রশংসায় ভাস‌ছে এক পু‌লিশ সদস্য

ঝিনাইদহের বলুহর বাঁওড় থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার

কলেজে যাওয়ার আগে বাড়ির পাশের বলুহর বাওড়ের গোসল করতে যায় আসিফ (১৭)। কিন্তু গোসল করতে গিয়ে সে বাঁওড়ের পানিতে ডুবে যায়। চলে র্দীঘ সময় ধরে খোঁজাখুঁজি। কোনো সন্ধান না পেয়ে খবর দেয়া হয় ডুবুরি দলকে। দীর্ঘ ১০ ঘণ্টা পর ডুবুরিরা বলুহর বাঁওড়ের তলদেশ থেকে উদ্ধার করা হয় কলেজ ছাত্র আসিফের মৃতদেহ।

 

মৃত আসিফ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের ফল ব্যবসায়ী আলতাফ হোসেনের ছেলে ও শহীদ বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র।

সুত্রমতে জানাযায়, ঝিনাইদহ মহেশপুর উপজেলার বজরাপুর (কাগমারি) বাওড়ে আসিফ বন্ধুদের সাথে গোসল করতে নেমে রহস্যময় ভাবে নিখোঁজ হয়। আশিক ও তার দুই বন্ধু বাওড়ে নেমেছিলো কিন্তু আশিককে ডুবে যেতে দেখে অন্যেরা বাচানোর চেষ্টা করেও যখন পারে না, তখন তার বন্ধুরা বাঁওড় থেকে উঠে আসে এবং অপর একটি ছেলে বাওড় পাড়েই অজ্ঞান হয়ে যায়।

মঙ্গলবার (২০জুন) জেলেরা পানিতে নেমে অনেক খোজাখুজি করে আশিককে না পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসে ফোন করে। মহেশপুর ফায়ার সার্ভিস এসে খুলনা ডুবুরি টিমকে ফোন দিলে ৩ জন ডুবুরি বিকাল সাড়ে ৫টার দিকে এসে ৭টায় মৃতদেহ উদ্ধার হয়।

মহেশপুর থানার ওসি ঘটনাটি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

দামুড়হুদায় বোরো ধান সংগ্রহের লটারী অনুষ্ঠিত 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ঝিনাইদহের বলুহর বাঁওড় থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার

প্রকাশ : ০৭:৫০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

কলেজে যাওয়ার আগে বাড়ির পাশের বলুহর বাওড়ের গোসল করতে যায় আসিফ (১৭)। কিন্তু গোসল করতে গিয়ে সে বাঁওড়ের পানিতে ডুবে যায়। চলে র্দীঘ সময় ধরে খোঁজাখুঁজি। কোনো সন্ধান না পেয়ে খবর দেয়া হয় ডুবুরি দলকে। দীর্ঘ ১০ ঘণ্টা পর ডুবুরিরা বলুহর বাঁওড়ের তলদেশ থেকে উদ্ধার করা হয় কলেজ ছাত্র আসিফের মৃতদেহ।

 

মৃত আসিফ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের ফল ব্যবসায়ী আলতাফ হোসেনের ছেলে ও শহীদ বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজের ছাত্র।

সুত্রমতে জানাযায়, ঝিনাইদহ মহেশপুর উপজেলার বজরাপুর (কাগমারি) বাওড়ে আসিফ বন্ধুদের সাথে গোসল করতে নেমে রহস্যময় ভাবে নিখোঁজ হয়। আশিক ও তার দুই বন্ধু বাওড়ে নেমেছিলো কিন্তু আশিককে ডুবে যেতে দেখে অন্যেরা বাচানোর চেষ্টা করেও যখন পারে না, তখন তার বন্ধুরা বাঁওড় থেকে উঠে আসে এবং অপর একটি ছেলে বাওড় পাড়েই অজ্ঞান হয়ে যায়।

মঙ্গলবার (২০জুন) জেলেরা পানিতে নেমে অনেক খোজাখুজি করে আশিককে না পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসে ফোন করে। মহেশপুর ফায়ার সার্ভিস এসে খুলনা ডুবুরি টিমকে ফোন দিলে ৩ জন ডুবুরি বিকাল সাড়ে ৫টার দিকে এসে ৭টায় মৃতদেহ উদ্ধার হয়।

মহেশপুর থানার ওসি ঘটনাটি নিশ্চিত করেছেন।