চুয়াডাঙ্গা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা নদীতে সাঁতরে বক ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

কুষ্টিয়ার ভেড়ামারা ও ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রীজের পূর্ব পাশে পদ্মা নদীতে সাঁতরে হাঁস (বক) ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু হয়েছে। সুজন ওরফে ধুনায় মিয়া (৩০) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের হাবিবুর রহমান ওরফে হবির ছেলে।

 

শনিবার বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ধুনায় মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের মাতম।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া নদীর ঘাটে শ্রমিকের কাজ করে দুই সন্তানের জনক সুজন ওরফে ধুনায় মিয়া। শনিবার সাঁড়া ইসলাম পাড়া ঘাটে পদ্মা নদীর ক্যানেলে হাঁস (বক) দেখতে পেয়ে নদী সাঁতরে বক ধরতে যায়। এ সময় নদীর কূলে যাওয়ার আগেই পদ্মার স্রোতে পানিতে তলিয়ে যায়।

 

পরে স্থানীয় লোকজন তাকে দেখতে না পেয়ে নদীতে নেমে তার মরদেহ উদ্ধার করে। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল জানান, মারা যাওয়া সুজন ঈশ্বরদীর সাড়া ইসলামপাড়া এলাকার মিলন চৌধুরীর বালুর চাতালে কাজ করতেন।

 

তিনি পদ্মা নদীতে গোসল করতে যান। এসময় নদীতে একটি হাঁস (বক) দেখতে পান তিনি। হাঁসটি (বক) ধরতে গেলে নদীর স্রোতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় কয়েক ঘণ্টার চেষ্টার পর বিকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

প্রসংঙ্গ :

এনআইডিতে আলাদা হচ্ছে ভোটার এলাকা

avashnews

Powered by WooCommerce

পদ্মা নদীতে সাঁতরে বক ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

আপডেটঃ ০১:১৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩

কুষ্টিয়ার ভেড়ামারা ও ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রীজের পূর্ব পাশে পদ্মা নদীতে সাঁতরে হাঁস (বক) ধরতে গিয়ে ডুবে যুবকের মৃত্যু হয়েছে। সুজন ওরফে ধুনায় মিয়া (৩০) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের হাবিবুর রহমান ওরফে হবির ছেলে।

 

শনিবার বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ধুনায় মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের মাতম।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া নদীর ঘাটে শ্রমিকের কাজ করে দুই সন্তানের জনক সুজন ওরফে ধুনায় মিয়া। শনিবার সাঁড়া ইসলাম পাড়া ঘাটে পদ্মা নদীর ক্যানেলে হাঁস (বক) দেখতে পেয়ে নদী সাঁতরে বক ধরতে যায়। এ সময় নদীর কূলে যাওয়ার আগেই পদ্মার স্রোতে পানিতে তলিয়ে যায়।

 

পরে স্থানীয় লোকজন তাকে দেখতে না পেয়ে নদীতে নেমে তার মরদেহ উদ্ধার করে। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল জানান, মারা যাওয়া সুজন ঈশ্বরদীর সাড়া ইসলামপাড়া এলাকার মিলন চৌধুরীর বালুর চাতালে কাজ করতেন।

 

তিনি পদ্মা নদীতে গোসল করতে যান। এসময় নদীতে একটি হাঁস (বক) দেখতে পান তিনি। হাঁসটি (বক) ধরতে গেলে নদীর স্রোতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় কয়েক ঘণ্টার চেষ্টার পর বিকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।