চুয়াডাঙ্গা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীর বামন্দী দাখিল মাদ্রাসার ৩ ছাত্রী নিখোঁজ

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদ্রাসার তিন ছাত্রী নিখোঁজ হয়েছে। রোববার (২৮ মে ২০২৩) সকাল সাড়ে আটটার দিকে মাদ্রাসায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি তারা।

 

এঘটনায় নিখোঁজ ছাত্রীদের উদ্ধারের বিষয়ে আজ সোমবার পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

নিখোঁজ শিক্ষার্থীরা হলো- জেলার গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের বানারুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেনীর ছাত্রি স্বপ্না খাতুন, একই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে নবম শ্রেনীর ছাত্রি সূবর্ণা খাতুন, এবং জামরুল ইসলামের মেয়ে নবম শ্রেনীর ছাত্রি সুমাইয়া খাতুন।

 

নিখোঁজ ছাত্রীদের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রোববার সকালে স্বপ্না, সূর্বণা ও সুমাইয়া নিজ বাড়ি থেকে বামন্দী দাখিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি ফিরেনি। বিষয়টি মাদ্রাসা সুপারকে জানানো ছাড়াও সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায় নি।

 

স্থানীয় ইউপি সদস্য হিরক আহমেদ জানান, যে তিনজন মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে তাদের সকলের বাড়ি পাশাপাশি। গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মেলেনি। তাদের নিখোঁজের বিষয়টি নিয়ে এলাকায় নানা ধরনের সন্দেহের সৃষ্টি হয়েছে। এরা অপহরনের শিকার নাকি কোন জঙ্গী সংগঠনের সাথে জড়িয়ে পড়েছে সেটা বোধগম্য নয়।

 

বামন্দী দাখিল মাদ্রাসার সুপার মোঃ আমিরুল ইসলাম জানান, তিনি অসুস্থ থাকার কারনে তিনি মাদ্রাসাতে আসেন নি। তবে ঘটনাটি তিনি শুনেছেন এবং বিভিন্ন স্থানে খোঁজ খবর নেয়া ছাড়াও প্রশাসনের সাথে আলোচনা করেছেন।

 

 

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মাদ্রাসা ছাত্রি নিখোঁজ হবার খবর পেয়ে পুলিশ তাদের বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে কথা বলা হয়েছে। তারা তাদের ব্যবহৃত পোশাক নিয়ে বের হয়ে গেছে। এ ঘটনায় অভিভাবকরা থানায় জিডি করেছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Powered by WooCommerce

গাংনীর বামন্দী দাখিল মাদ্রাসার ৩ ছাত্রী নিখোঁজ

প্রকাশ : ০৩:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদ্রাসার তিন ছাত্রী নিখোঁজ হয়েছে। রোববার (২৮ মে ২০২৩) সকাল সাড়ে আটটার দিকে মাদ্রাসায় যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি তারা।

 

এঘটনায় নিখোঁজ ছাত্রীদের উদ্ধারের বিষয়ে আজ সোমবার পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

নিখোঁজ শিক্ষার্থীরা হলো- জেলার গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের বানারুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেনীর ছাত্রি স্বপ্না খাতুন, একই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে নবম শ্রেনীর ছাত্রি সূবর্ণা খাতুন, এবং জামরুল ইসলামের মেয়ে নবম শ্রেনীর ছাত্রি সুমাইয়া খাতুন।

 

নিখোঁজ ছাত্রীদের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রোববার সকালে স্বপ্না, সূর্বণা ও সুমাইয়া নিজ বাড়ি থেকে বামন্দী দাখিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি ফিরেনি। বিষয়টি মাদ্রাসা সুপারকে জানানো ছাড়াও সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাদের কোন সন্ধান পাওয়া যায় নি।

 

স্থানীয় ইউপি সদস্য হিরক আহমেদ জানান, যে তিনজন মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে তাদের সকলের বাড়ি পাশাপাশি। গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান মেলেনি। তাদের নিখোঁজের বিষয়টি নিয়ে এলাকায় নানা ধরনের সন্দেহের সৃষ্টি হয়েছে। এরা অপহরনের শিকার নাকি কোন জঙ্গী সংগঠনের সাথে জড়িয়ে পড়েছে সেটা বোধগম্য নয়।

 

বামন্দী দাখিল মাদ্রাসার সুপার মোঃ আমিরুল ইসলাম জানান, তিনি অসুস্থ থাকার কারনে তিনি মাদ্রাসাতে আসেন নি। তবে ঘটনাটি তিনি শুনেছেন এবং বিভিন্ন স্থানে খোঁজ খবর নেয়া ছাড়াও প্রশাসনের সাথে আলোচনা করেছেন।

 

 

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মাদ্রাসা ছাত্রি নিখোঁজ হবার খবর পেয়ে পুলিশ তাদের বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে কথা বলা হয়েছে। তারা তাদের ব্যবহৃত পোশাক নিয়ে বের হয়ে গেছে। এ ঘটনায় অভিভাবকরা থানায় জিডি করেছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।