মালয়েশিয়ায় গিয়ে কর্মীরা চুক্তি অনুযায়ী কাজ না পেলে সেই দায় বাংলাদেশের নয় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেছেন, এ দায় মালয়েশিয়ার। এখানে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি, বাংলাদেশের হাইকমিশন বা মন্ত্রণালয়ের কিছু করার নেই। চাকরি নিশ্চিতের দায়িত্ব মালয়েশিয়ার।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত নিরাপদ অভিবাসন ও প্রবাসী কল্যাণ বিষয়ক অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এই মন্তব্য করেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন,”মালয়েশিয়ায় গিয়ে কর্মীরা কাজ না পেলে বাংলাদেশের কোনো দায় নেই, এই দায় মালয়েশিয়ার। এখানে রিক্রুটিং এজেন্সি, বাংলাদেশের হাইকমিশন বা মন্ত্রণালয়ের কিছু করার নেই।”
মতবিনিময় সভায় প্রবাসীদের সুরক্ষা ও বিদেশে তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান খাতের সাথে যুক্ত বিভিন্ন পেশার প্রতিনিধিরা। তারা বলেন, বিদেশগামী কর্মী বা প্রবাসীদের কল্যাণে মন্ত্রণালয় অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছে কিন্তু সেগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – প্রবাসী কল্যাণ সচিব ড. আহমেদ মনুরুছ সালেহীন, স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদিও স্থায়ী কমিটি ও বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ, বিএমইটি মহাপরিচালক শহীদুল আলম (এনডিসি), বায়রা’র সভাপতি মোহাম্মদ আবুল বাশার, মহাসচিব আলী হায়দার চৌধুরী, সাবেক প্রবাসী কল্যাণ সচিব মো: সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) এর মহাপরিচালক ড. মল্লিক আনোয়ার, আইওএম বাংলাদেশের প্রধান আব্দুসাত্তার ইসোয়েব এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকি’সহ খাত সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি কর্মকর্তারা।