রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহিদ আবু সাঈদ হত্যা মামলায় গত ১৯ নভেম্বর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেফতার হওয়ায় সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯(২) ধারা মোতাবেক চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।
এতে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন তিনি বিধিমোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ ১৯ নভেম্বর ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।
এর আগে আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকসহ ছয় কর্মকর্তা-কর্মচারীকে গত ১৪ নভেম্বর সাময়িক বহিষ্কার করা হয়েছে।