সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে।’
আরও বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে।’
প্রসঙ্গত, বুধবার রাত থেকে সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে উত্তেজিত ছাত্র-জনতা। সেখানে অগ্নিসংযোগও করা হয়। নিয়ে যাওয়া হয় বাড়ির বিভিন্ন মালপত্র।
এছাড়া গত তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি, শীর্ষ পর্যায়ের নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে। বাদ যাচ্ছে না উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বসতভিটাও।
গত বুধবার রাত ৯টায় ভারতের দিল্লি থেকে ছাত্র-জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এতে ক্ষোভে ফুঁসে ওঠেন সারা দেশের ছাত্র-জনতা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় শেখ হাসিনা সংশ্লিষ্টদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ।