দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল শনিবার ঈদুল ফিতর উদ্যাপন করবেন দেশবাসী।
শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়।
বাংলাদেশের আকাশে আজ যে চাঁদ দেখা যাবে তা গতকালই অনেকটা স্পষ্ট হয়েছিল। কেননা গতকাল সৌদিসহ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাওয়ায় আজ সেসব দেশে ঈদ উদযাপিত হচ্ছে। সাধারণত সৌদির এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সে হিসেবে আজ বাংলাদেশের আকাশে চাঁদের দেখা মিলবে তা গতকালই অনুমান করা হয়েছিল।
শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভায় শনিবার ঈদ হওয়ার বিষয়টি জানানো হয়। এর ফলে এবার ২৯ দিনে শেষ হয় রমজান মাস। আজ চাঁদ দেখা না গেলে আগামী শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদ্যাপিত হতো।