চুয়াডাঙ্গা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘বাংলাদেশ শ্রম সংস্কারের পথে এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ’

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে আরো বেশি বিদেশি ক্রেতা আকৃষ্ট করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার শ্রম সংস্কারের পথে এগিয়ে যাওয়ার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। 

 

সোমবার ২৫ ( নভেম্বর) রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের শ্রম ও ব্র্যান্ড বিষয়ক একটি প্রতিনিধিদল বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 

অধ্যাপক ইউনূস প্রতিনিধিদলকে জানান, বাংলাদেশের শ্রম আইন আন্তর্জাতিক মানে উন্নীত করার ব্যাপারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

 

তিনি বলেন, কেবল দেশের শ্রম আইন সংস্কার এবং স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন বিশেষ করে আন্তর্জাতিক শ্রম সংস্থা  ও পশ্চিমাদেশগুলোর উদ্বেগ নিরসনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বিশেষ দূত নিয়োগ করেছে।

 

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া মেই লীর নেতৃত্বে প্রতিনিধিদলের অপর সদস্য  ছিলেন যুক্তরাষ্টের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলী ফায় রড্রিগেজ।

 

এই দুই সিনিয়র কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও জুতা কিনে এমন শীর্ষ স্থানীয় আন্তর্জাতিক ব্রান্ড প্রতিষ্ঠান  অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শ্রম আইন সংস্কার ও বাংলাদেশের কারখানাগুলোতে শ্রম বান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগকে সমর্থন জানায়।

 

সরকার ও  শ্রমিক সংগঠনগুলোর মধ্যকার সম্পাদিত ১৮ দফাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে কেলী ফায় রড্রিগেজ  বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত সাড়ে তিন মাসে শ্রম খাতে চমৎকার অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছে।

 

মার্কিন কর্মকর্তারা কারখানায় শ্রমিক সংগঠন গড়ে তোলা এবং তৈরি পোশাক ও জুতা কারখানার লাখ লাখ শ্রমিকের জীবন- মান উন্নয়নে প্রতি বছর  তাদের বেতন পর্যালোচনা করার আহ্বান জানান।

এসএস//

 

সুত্র একুশে টেলিভিশন

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

‘বাংলাদেশ শ্রম সংস্কারের পথে এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ’

আপডেটঃ ০৭:৪৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে আরো বেশি বিদেশি ক্রেতা আকৃষ্ট করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার শ্রম সংস্কারের পথে এগিয়ে যাওয়ার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। 

 

সোমবার ২৫ ( নভেম্বর) রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের শ্রম ও ব্র্যান্ড বিষয়ক একটি প্রতিনিধিদল বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 

অধ্যাপক ইউনূস প্রতিনিধিদলকে জানান, বাংলাদেশের শ্রম আইন আন্তর্জাতিক মানে উন্নীত করার ব্যাপারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

 

তিনি বলেন, কেবল দেশের শ্রম আইন সংস্কার এবং স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন বিশেষ করে আন্তর্জাতিক শ্রম সংস্থা  ও পশ্চিমাদেশগুলোর উদ্বেগ নিরসনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বিশেষ দূত নিয়োগ করেছে।

 

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া মেই লীর নেতৃত্বে প্রতিনিধিদলের অপর সদস্য  ছিলেন যুক্তরাষ্টের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলী ফায় রড্রিগেজ।

 

এই দুই সিনিয়র কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও জুতা কিনে এমন শীর্ষ স্থানীয় আন্তর্জাতিক ব্রান্ড প্রতিষ্ঠান  অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শ্রম আইন সংস্কার ও বাংলাদেশের কারখানাগুলোতে শ্রম বান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগকে সমর্থন জানায়।

 

সরকার ও  শ্রমিক সংগঠনগুলোর মধ্যকার সম্পাদিত ১৮ দফাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে কেলী ফায় রড্রিগেজ  বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত সাড়ে তিন মাসে শ্রম খাতে চমৎকার অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছে।

 

মার্কিন কর্মকর্তারা কারখানায় শ্রমিক সংগঠন গড়ে তোলা এবং তৈরি পোশাক ও জুতা কারখানার লাখ লাখ শ্রমিকের জীবন- মান উন্নয়নে প্রতি বছর  তাদের বেতন পর্যালোচনা করার আহ্বান জানান।

এসএস//

 

সুত্র একুশে টেলিভিশন