৮
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৪ মার্চ) ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে সবখাত মিলে ১৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লেখাতে পেরেছে। বিপরীতে দাম কমেছে ১৫১টির। আর ৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্যসূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫০৪ কোটি ২৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪২১ কোটি ২৮ লাখ টাকা। সে হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৮২ কোটি ৯৮ লাখ টাকা। এর মাধ্যমে পাঁচ কার্যদিবস পর ডিএসইতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেনের দেখা মিললো।
এ লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ২০ বছর মেয়াদি বিজিটিবি বন্ড। টাকার অঙ্কে এই বন্ডের ৪২ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৫ লাখ টাকার। ৩১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- শাইনপুকুর সিরামিক, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিচ হ্যাচারি, সানলাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্ট এবং কেডিএস অ্যাক্সেসরিজ।