চুয়াডাঙ্গা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২৭ নভেম্বর গণতন্ত্র মঞ্চ’র সমাবেশ


জনজীবনের সংকট সমাধানের দাবিতে আগামী ২৭ নভেম্বর বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ ডেকেছে গণতন্ত্র মঞ্চ। সোমবার (১৮ নভেম্বর) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় সরকারের ১০০ দিনের সামগ্রিক কাজকর্ম ও রাজনৈতিক পদক্ষেপগুলো নিয়েও আলোচনা হয়।

সভায় বাজার পরিস্থিতিকে বেসামাল হিসাবে আখ্যায়িত করে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করা হয় এবং বলা হয় বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর বিশেষ কোনও কার্যকারিতা দেখা যাচ্ছে না।
প্রস্তাবে বলা হয়, বাজারের বেসামাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যেতে পারে।
সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তব্য রাখেন মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ঈমন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্যসচিব হাবিবুর রহমান প্রমুখ।





সুত্র লিংক

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

২৭ নভেম্বর গণতন্ত্র মঞ্চ’র সমাবেশ

আপডেটঃ ১২:৫৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪


জনজীবনের সংকট সমাধানের দাবিতে আগামী ২৭ নভেম্বর বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ ডেকেছে গণতন্ত্র মঞ্চ। সোমবার (১৮ নভেম্বর) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় সরকারের ১০০ দিনের সামগ্রিক কাজকর্ম ও রাজনৈতিক পদক্ষেপগুলো নিয়েও আলোচনা হয়।

সভায় বাজার পরিস্থিতিকে বেসামাল হিসাবে আখ্যায়িত করে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করা হয় এবং বলা হয় বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর বিশেষ কোনও কার্যকারিতা দেখা যাচ্ছে না।
প্রস্তাবে বলা হয়, বাজারের বেসামাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যেতে পারে।
সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তব্য রাখেন মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ঈমন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্যসচিব হাবিবুর রহমান প্রমুখ।





সুত্র লিংক