চুয়াডাঙ্গা ০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতে শেষ হলো

মেহেরপুরের সাবেক সিভিল সার্জন এবং তাবলীগ জামাতের বর্তমান রাজশাহী জেলা আমির ডা. আমিনুল ইসলামের বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মেহেরপুর জেলার তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

 

শুক্রবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়।

 

বুধবার (১৩ ডিসেম্বর) মেহেরপুর সরকারি কলেজ মাঠে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল তাবলীগ জামাতের আয়োজিত এ আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা। আর শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সেই আনুষ্ঠানিকতার।

 

এবারের ইজতেমা মাঠে মেহেরপুর জেলাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে কয়েক হাজারের বেশি মুসল্লি সমবেত হয়েছিলেন। এছাড়াও ইন্দোনেশিয়া থেকে ১১ জনসহ ভারত থেকেও কয়েকজন মুসল্লি সমবেত হয়েছেন এ ইজতেমা ময়দানে।

 

আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই জেলা বিভিন্ন প্রান্ত হতে মাঠে লোকসমাগম শুরু হয়। জুমার নামাজের সময় ইজতেমার মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। আনুমানিক প্রায় দশ হাজারেরও বেশি মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন।

 

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান জানান, ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছিল। র‌্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে। এছাড়াও ইজতেমা মাঠ প্রাঙ্গনের নিরাপত্তা রক্ষায় শতাধিক পুলিশ সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেছে।

 

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

মেহেরপুরের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতে শেষ হলো

আপডেটঃ ০৬:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

মেহেরপুরের সাবেক সিভিল সার্জন এবং তাবলীগ জামাতের বর্তমান রাজশাহী জেলা আমির ডা. আমিনুল ইসলামের বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মেহেরপুর জেলার তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

 

শুক্রবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়।

 

বুধবার (১৩ ডিসেম্বর) মেহেরপুর সরকারি কলেজ মাঠে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল তাবলীগ জামাতের আয়োজিত এ আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা। আর শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সেই আনুষ্ঠানিকতার।

 

এবারের ইজতেমা মাঠে মেহেরপুর জেলাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে কয়েক হাজারের বেশি মুসল্লি সমবেত হয়েছিলেন। এছাড়াও ইন্দোনেশিয়া থেকে ১১ জনসহ ভারত থেকেও কয়েকজন মুসল্লি সমবেত হয়েছেন এ ইজতেমা ময়দানে।

 

আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই জেলা বিভিন্ন প্রান্ত হতে মাঠে লোকসমাগম শুরু হয়। জুমার নামাজের সময় ইজতেমার মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। আনুমানিক প্রায় দশ হাজারেরও বেশি মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন।

 

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান জানান, ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছিল। র‌্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে। এছাড়াও ইজতেমা মাঠ প্রাঙ্গনের নিরাপত্তা রক্ষায় শতাধিক পুলিশ সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেছে।