শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে সাউন্ডবক্স বাজিয়ে শব্দদূষণের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা
প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানে টিএসসি ও আশেপাশের এলাকায় উচ্চশব্দে গান বাজনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের পড়াশোনা, ঘুমসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আর এই সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় দুই হলের ও বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে সাউন্ড বক্স বাজিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে এই প্রতিবাদ কর্মসূচি শুরু করে। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন ডিজে গানের সঙ্গে নাচানাচি করতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, নিয়মিত টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় উচ্চ শব্দে গান বাজনার কারণে টিএসসি সংলগ্ন দুটি হলের নারী শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছেন না। এটার জন্য পড়ালেখায় যেমন অসুবিধা হচ্ছে আবার অনেকেই কারণে অসুস্থ হয়ে পড়েন। তাই এটার সমাধান না করায় প্রতিবাদের এই কৌশল বেছে নিয়েছেন তারা।
এমএইচএ/এসএএইচ