চুয়াডাঙ্গা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় যুবকের বিষপান 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় শোভন তালুকদার (২৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

রোববার (১ ডিসেম্বর) সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। এর আগে গত ৩০ নভেম্বর সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার ছাগলের হাট এলাকায় বসে বিষপান করেন তিনি।

 

শোভন কাঁঠালিয়া উপজেলার বানাই এলাকার ফিরোজ আলম তালুকদারের ছেলে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানান, শোভনের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের পারিবারিক জীবনে দীর্ঘ দিন ধরে কলহ চলে আসছে। গত ৩০ নভেম্বরে প্রেমিকাকে নিয়ে শোভন তালুকদারের পালিয়ে যাওয়ার কথা ছিল।

 

কিন্তু প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় তিনি সন্ধ্যায় পাশের উপজেলা ভান্ডারিয়ার ছাগলের হাটে বসে বিষপান করেন। তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়েছে। পরে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

 

 

শোভনের বাবা ফিরোজ আলম তালুকদার বলেন, আমাদের একটি গরুর ফার্ম রয়েছে। শোভন শনিবার বিকেলে দুধ নিয়ে ভান্ডারিয়ার ছাগলের হাট বাজারে গেলে, সেখান থেকে ফোন দিয়ে তার মাকে বলে যে আমি বিষ খেয়েছি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কী কারণে সে বিষ খেয়েছে তা আমাদের জানা নেই?
কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, পরিবারের কেউ অভিযোগ দেয়নি। তবে লাশ ময়নাতদন্তে পরিবারের লোক বাধা দিচ্ছেন।

সুত্র ঢাকামেইল

Powered by WooCommerce

প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় যুবকের বিষপান 

আপডেটঃ ০৫:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় শোভন তালুকদার (২৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

রোববার (১ ডিসেম্বর) সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। এর আগে গত ৩০ নভেম্বর সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার ছাগলের হাট এলাকায় বসে বিষপান করেন তিনি।

 

শোভন কাঁঠালিয়া উপজেলার বানাই এলাকার ফিরোজ আলম তালুকদারের ছেলে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানান, শোভনের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের পারিবারিক জীবনে দীর্ঘ দিন ধরে কলহ চলে আসছে। গত ৩০ নভেম্বরে প্রেমিকাকে নিয়ে শোভন তালুকদারের পালিয়ে যাওয়ার কথা ছিল।

 

কিন্তু প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় তিনি সন্ধ্যায় পাশের উপজেলা ভান্ডারিয়ার ছাগলের হাটে বসে বিষপান করেন। তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়েছে। পরে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

 

 

শোভনের বাবা ফিরোজ আলম তালুকদার বলেন, আমাদের একটি গরুর ফার্ম রয়েছে। শোভন শনিবার বিকেলে দুধ নিয়ে ভান্ডারিয়ার ছাগলের হাট বাজারে গেলে, সেখান থেকে ফোন দিয়ে তার মাকে বলে যে আমি বিষ খেয়েছি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কী কারণে সে বিষ খেয়েছে তা আমাদের জানা নেই?
কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, পরিবারের কেউ অভিযোগ দেয়নি। তবে লাশ ময়নাতদন্তে পরিবারের লোক বাধা দিচ্ছেন।

সুত্র ঢাকামেইল