চুয়াডাঙ্গা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা দুর্বল হয়েছে

ছবি সংগৃহিত

উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর এবং সামান্য দুর্বল হয়েছে। সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (১৪ মে) বিকেলে আবহাওয়া অধিদফতরের ২১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড়টি বিকেলেই সেন্ট মার্টিন অতিক্রম করবে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হবে বলে জানান তিনি।

 

তিনি আরও বলেছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিমি যা দমকা ও ঝড়ো হাওয়া হয়ে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

 

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা দুর্বল হয়েছে

আপডেটঃ ০৫:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

উপকূল অতিক্রমরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর এবং সামান্য দুর্বল হয়েছে। সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববার (১৪ মে) বিকেলে আবহাওয়া অধিদফতরের ২১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড়টি বিকেলেই সেন্ট মার্টিন অতিক্রম করবে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি হবে বলে জানান তিনি।

 

তিনি আরও বলেছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিমি যা দমকা ও ঝড়ো হাওয়া হয়ে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

 

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।