চুয়াডাঙ্গা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গণহত্যাসহ সব গুম-খুনের দায় হাসিনাকে নিতেই হবে


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেছেন, জুলাই গণহত্যাসহ বিগত সময়ের সব গুম-খুনের দায় শেখ হাসিনাকে নিতেই হবে।

শুক্রবার মোংলায় এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা করেন তিনি।

প্রসিকিউটর তামিম বলেন, জুলাই গণহত্যা ও বিগত সময়ে সংঘটিত গুম-খুনের ঘটনায় ২-১টি মামলা ছাড়া বাকি সব মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। তিনি যেহেতু তৎকালীন রাষ্ট্রপ্রধান ও দলীয় প্রধান ছিলেন, তাকে এর দায় নিতেই হবে।

বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে। সেগুলোর তদন্তও শুরু হয়েছে। তদন্তের প্রাথমিক প্রতিবেদনও হাতে পেয়েছি। এর ওপর ভিত্তি করে ৭০ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছি।

গাজী মোনাওয়ার হুসাইন তামিম আরও বলেন, ইতোমধ্যে ২২ আসামিকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী পরিষদের সদস্য, সাবেক এমপি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক সদস্য।

ইএইচ





সুত্র আমার সংবাদ

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

গণহত্যাসহ সব গুম-খুনের দায় হাসিনাকে নিতেই হবে

আপডেটঃ ০৫:৫৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেছেন, জুলাই গণহত্যাসহ বিগত সময়ের সব গুম-খুনের দায় শেখ হাসিনাকে নিতেই হবে।

শুক্রবার মোংলায় এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা করেন তিনি।

প্রসিকিউটর তামিম বলেন, জুলাই গণহত্যা ও বিগত সময়ে সংঘটিত গুম-খুনের ঘটনায় ২-১টি মামলা ছাড়া বাকি সব মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। তিনি যেহেতু তৎকালীন রাষ্ট্রপ্রধান ও দলীয় প্রধান ছিলেন, তাকে এর দায় নিতেই হবে।

বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে শতাধিক অভিযোগ দায়ের হয়েছে। সেগুলোর তদন্তও শুরু হয়েছে। তদন্তের প্রাথমিক প্রতিবেদনও হাতে পেয়েছি। এর ওপর ভিত্তি করে ৭০ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছি।

গাজী মোনাওয়ার হুসাইন তামিম আরও বলেন, ইতোমধ্যে ২২ আসামিকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী পরিষদের সদস্য, সাবেক এমপি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক সদস্য।

ইএইচ





সুত্র আমার সংবাদ