চুয়াডাঙ্গা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হারলেন লিওনেল মেসিরা

ঘরের মাঠে লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হারলেন লিওনেল মেসিরা। ম্যাচের ২০ মিনিটের মাথায় মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি লাল কার্ড পাওয়ার পর দশ জনের দলে নিয়ে খেলতে হয় স্বাগতিকদের। হাকিমি মাঠ ছাড়ার আগেই ১-০ গোলে পিছিয়ে যায় পিএসজি।

পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় লরিয়েন্ত। রোমাঁ ফেভার ক্রস থেকে আড়াআড়ি শটে গোল করেন এনজো লু ফি।

 

২৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় আসে পিএসজি। গোলকিপার ইভোন এমভোগোর ভুল থেকে গোল করেন তিনি। বল নিয়ে কিক করতে গিয়ে এমবাপ্পের পাশে ছুঁড়ে দেন এমভোগো। এমন সুযোগে গোল করতে ভুল করেননি ফরাসি তারকার। তবে সমতা ধরে রাখতে পারেনি পিএসজি। ৩৯ মিনিটে লরিয়েন্তেকে ফের এগিয়ে নেন দারলিন ইয়ংওয়া। বিরতির পর ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান দাইয়েং।

এদিকে, হারের পরও ৩৩ ম‍্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি।

Powered by WooCommerce

লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হারলেন লিওনেল মেসিরা

আপডেটঃ ০৮:৫৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

ঘরের মাঠে লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হারলেন লিওনেল মেসিরা। ম্যাচের ২০ মিনিটের মাথায় মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি লাল কার্ড পাওয়ার পর দশ জনের দলে নিয়ে খেলতে হয় স্বাগতিকদের। হাকিমি মাঠ ছাড়ার আগেই ১-০ গোলে পিছিয়ে যায় পিএসজি।

পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যায় লরিয়েন্ত। রোমাঁ ফেভার ক্রস থেকে আড়াআড়ি শটে গোল করেন এনজো লু ফি।

 

২৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে সমতায় আসে পিএসজি। গোলকিপার ইভোন এমভোগোর ভুল থেকে গোল করেন তিনি। বল নিয়ে কিক করতে গিয়ে এমবাপ্পের পাশে ছুঁড়ে দেন এমভোগো। এমন সুযোগে গোল করতে ভুল করেননি ফরাসি তারকার। তবে সমতা ধরে রাখতে পারেনি পিএসজি। ৩৯ মিনিটে লরিয়েন্তেকে ফের এগিয়ে নেন দারলিন ইয়ংওয়া। বিরতির পর ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান দাইয়েং।

এদিকে, হারের পরও ৩৩ ম‍্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি।