চুয়াডাঙ্গা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদার উজীরপুরে যুবানন্দ বিনোদন ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন

  • আল সাফায়েত
  • আপডেটঃ ১১:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • 1054

 

দামুড়হুদার উজীরপুর যুবানন্দ বিনোদন ক্রিকেট টূর্ণামেন্ট ২০২৩এর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে এই টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় উজীরপুর ব্লাকস্টার ৫০রানে জয়ী হয়। উজীরপুর গ্রামস্থ মাদরাসা সংলগ্ন মাঠে খেলার নির্ধারিত ১২ওভারের বিনিময়ে উদ্বোধনী খেলায় টচে জিতে ব্যাট করতে মাঠে নামে দামুড়হুদার উজীরপুর ব্লাকস্টার। উজীরপুর ব্লাকস্টার ৬উইকেট হারিয়ে ১৫৫রান সংগ্রহ করে। টার্গেট নিয়ে ব্যাট করতে মাঠে নেমে সবকটি উইকেট হারিয়ে ১০৫রান করে পরাজিত হয় ঝিনাইদহ জেলার নারায়ণকান্দি একাদশ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আঃহালিম ও মামুন।

জানাগেছে, দামুড়হুদা উপজেলার উজীরপুর গ্রামের যুবসমাজের আয়োজনে টূর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো হযরত আলী। দামুড়হুদা সদর ইউনিয়নের উজীরপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আঃহালিমের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আঃ লীগ নেতা আশাদুল হক, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা ইকরামুল হোসেন, আকুব্বর হোসেন আকু। খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন ফিরোজ আহম্মেদ, আঃমজিদ, বেলাল হোসেন প্রমুখ।#####

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

দামুড়হুদার উজীরপুরে যুবানন্দ বিনোদন ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন

আপডেটঃ ১১:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

 

দামুড়হুদার উজীরপুর যুবানন্দ বিনোদন ক্রিকেট টূর্ণামেন্ট ২০২৩এর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে এই টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় উজীরপুর ব্লাকস্টার ৫০রানে জয়ী হয়। উজীরপুর গ্রামস্থ মাদরাসা সংলগ্ন মাঠে খেলার নির্ধারিত ১২ওভারের বিনিময়ে উদ্বোধনী খেলায় টচে জিতে ব্যাট করতে মাঠে নামে দামুড়হুদার উজীরপুর ব্লাকস্টার। উজীরপুর ব্লাকস্টার ৬উইকেট হারিয়ে ১৫৫রান সংগ্রহ করে। টার্গেট নিয়ে ব্যাট করতে মাঠে নেমে সবকটি উইকেট হারিয়ে ১০৫রান করে পরাজিত হয় ঝিনাইদহ জেলার নারায়ণকান্দি একাদশ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আঃহালিম ও মামুন।

জানাগেছে, দামুড়হুদা উপজেলার উজীরপুর গ্রামের যুবসমাজের আয়োজনে টূর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো হযরত আলী। দামুড়হুদা সদর ইউনিয়নের উজীরপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আঃহালিমের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আঃ লীগ নেতা আশাদুল হক, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা ইকরামুল হোসেন, আকুব্বর হোসেন আকু। খেলাটির সার্বিক সহযোগিতায় ছিলেন ফিরোজ আহম্মেদ, আঃমজিদ, বেলাল হোসেন প্রমুখ।#####