এবার কর্মী ছাঁটাই করল মাইক্রোসফটের কোম্পানি গিটহাব। ভারতীয় ইঞ্জিনিয়ারদের পুরো টিম ছাঁটাই করে দিয়েছে কোম্পানিটি।
মাইক্রোসফটের মালিকানাধীন সফটওয়্যার কোড হোস্টিং প্ল্যাটফর্ম গিটহাব ১৪০ জন ডেভেলপারের পুরো ভারতীয় ইঞ্জিনিয়ারিং টিমকেই বরখাস্ত করেছে।
প্রাগম্যাটিক ইঞ্জিনিয়ার পরিচালনাকারী গারগেলি ওরস এক টুইটার পোস্টে এ তথ্য জানিয়েছেন। ওই পোস্টে তিনি লেখেন, আমি জেনেছি ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং টিমের পুরোটা ছাঁটাই করা হয়েছে।
বিশ্বের অন্যতম বড় ডেভেলপার মার্কেট এবং বড় পরিসরে ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ টেকনিক্যাল হাব হিসেবে পরিচিত ভারত। কিন্তু তা সত্ত্বেও পুরো ভারতীয় টিম ছাঁটাই আশ্চর্যজনক।
ওরস আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তুলনায় ভারতে শ্রমিকের খরচ অনেক কম। যদিও এই ছাঁটাইয়ের নেপথ্যে একটা কারণ হতে পারে এই টিম সংস্থায় অন্য টিমগুলোর তুলনায় ছোট এবং ততটা অগ্রাধিকারের জায়গায় ছিল না।
কর্মী পরিসংখ্যান বলছে, ছাঁটাইয়ের আগে গিটহাব কোম্পানিতে মোট ৩০০০ কর্মী নিযুক্ত ছিলেন। কর্মীদের পাঠানো একটি ইমেলে ইতিমধ্যেই ছাঁটাই নিয়ে মুখ খুলেছেন গিটহাবের সিইও থমাস ডহমক।
তিনি জানিয়েছেন, যে কোনো ব্যবসা চালানোর জন্য সঠিক বৃদ্ধি থাকা প্রয়োজন। এমন পরিস্থিতিতে নিজেদের বৃদ্ধির জন্য এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
ওয়েবসাইট টেক ক্রাঞ্চকে গিটহাবের মুখপাত্র জানিয়েছেন, আমাদের পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে কর্মী সংখ্যা কমানো হয়েছে। যদিও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে এই সিদ্ধান্ত কঠিন। কিন্তু ব্যবসার ভালোর জন্য এটি করা হয়েছে। আর এটা প্রয়োজনীয় সিদ্ধান্ত। ফেব্রুয়ারিতে এ সংস্থা যে ১০% কর্মী ছাঁটাই করার কথা ঘোষণা করেছিল তারই অংশ হিসেবে এই ছাঁটাই। সূত্র: জি-নিউজ।