চুয়াডাঙ্গা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দামুড়হুদায় বোরো ধান সংগ্রহের লটারী অনুষ্ঠিত  সাংবা‌দিক পলা‌শের মে‌য়ে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন ; চেয়ারম্যান আলী মুনছুর বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া দামুড়হুদায় বাবু জীবননগ‌রে হাফিজ চেয়ারম্যান নির্বাচিত দামুড়হুদা উপজেলা পর্যায়ে এসএসসি ৯২ব্যাচের পূনর্মিলনীর প্রস্তুতিসভা ও কমিটি গঠন দামুড়হুদার ডুগডুগি গ্রামে বাল্য বিয়ের আয়োজন:ভ্রাম্যমাণ আদালতে কনের পিতাকে জরিমানা দামুড়হুদা-হাউলী ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে তৃষ্ণাম্তদের মাঝে বিশুদ্ধ পানি, শরবত বিতরণ চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় বৃদ্ধ আটক চুয়াডাঙ্গায় দে‌শের স‌র্বোচ্চ দবদা‌হে প্রশংসায় ভাস‌ছে এক পু‌লিশ সদস্য

টুইটারে আসছে কল ও মেসেজিং সেবা

টুইটার প্রধান নির্বাহী ইলোন মাস্ক গতকাল মঙ্গলবার (৯ মে) জানিয়েছেন,শিগগিরই কল ও এনক্রিপ্টেড মেসেজিংসহ নতুন কিছু পরিষেবা চালু করতে যাচ্ছে টুইটার। শুধু তা–ই নয়, টুইটারের ডিরেক্ট মেসেজ (ডিএম) সুবিধা কাজে লাগিয়ে পাঠানো বার্তাগুলো এনক্রিপ্টেড (বিশেষ ধরনের কোড) আকারে আদান-প্রদানের সুযোগ চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল টুইট বার্তায় তিনি বলেন, শিগগিরই এই প্ল্যাটফর্মে ভয়েস ও ভিডিও চ্যাট করা যাবে। যাতে আপনি বিশ্বের যেকোনো জায়গার মানুষের সঙ্গে ফোন নম্বর না দিয়ে কথা বলতে পারবেন।

 

এর মাধ্যমে মেটার সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ফেসবুক ও ইনস্টাগ্রামের সমকক্ষ হয়ে উঠবে টুইটার। এ দুটি মাধ্যমের অন্যতম জনপ্রিয়তার কারণ সরাসরি যোগাযোগের সুবিধা।

মাস্ক জানান, এনক্রিপ্ট করা সরাসরি বার্তাপ্রদানের একটি সংস্করণ বুধবার থেকে পাওয়া যাবে। তবে কল এনক্রিপ্ট করা হবে কিনা তা বলেননি।

 

চলতি সপ্তাহে টুইটার জানায়, বেশ কয়েক বছর ধরে নিষ্ক্রিয় আছে এমন অ্যাকাউন্টগুলো সরিয়ে আর্কাইভ করা হবে।

 

জনপ্রিয় সংবাদ

দামুড়হুদায় বোরো ধান সংগ্রহের লটারী অনুষ্ঠিত 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

টুইটারে আসছে কল ও মেসেজিং সেবা

প্রকাশ : ০৬:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

টুইটার প্রধান নির্বাহী ইলোন মাস্ক গতকাল মঙ্গলবার (৯ মে) জানিয়েছেন,শিগগিরই কল ও এনক্রিপ্টেড মেসেজিংসহ নতুন কিছু পরিষেবা চালু করতে যাচ্ছে টুইটার। শুধু তা–ই নয়, টুইটারের ডিরেক্ট মেসেজ (ডিএম) সুবিধা কাজে লাগিয়ে পাঠানো বার্তাগুলো এনক্রিপ্টেড (বিশেষ ধরনের কোড) আকারে আদান-প্রদানের সুযোগ চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল টুইট বার্তায় তিনি বলেন, শিগগিরই এই প্ল্যাটফর্মে ভয়েস ও ভিডিও চ্যাট করা যাবে। যাতে আপনি বিশ্বের যেকোনো জায়গার মানুষের সঙ্গে ফোন নম্বর না দিয়ে কথা বলতে পারবেন।

 

এর মাধ্যমে মেটার সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ফেসবুক ও ইনস্টাগ্রামের সমকক্ষ হয়ে উঠবে টুইটার। এ দুটি মাধ্যমের অন্যতম জনপ্রিয়তার কারণ সরাসরি যোগাযোগের সুবিধা।

মাস্ক জানান, এনক্রিপ্ট করা সরাসরি বার্তাপ্রদানের একটি সংস্করণ বুধবার থেকে পাওয়া যাবে। তবে কল এনক্রিপ্ট করা হবে কিনা তা বলেননি।

 

চলতি সপ্তাহে টুইটার জানায়, বেশ কয়েক বছর ধরে নিষ্ক্রিয় আছে এমন অ্যাকাউন্টগুলো সরিয়ে আর্কাইভ করা হবে।