বাবাকে না পেয়ে কিশোর ছেলেকে অস্ত্র দিয়ে আটকের মামলায় ৯ দিন পর কারামুক্ত হলেন স্কুল শিক্ষার্থী তাউসিফুল করিম রাফি (১৩)।
আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জিল্লুর রহমান তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন রাফির আইনজীবী আয়াসুল রহমান। সে উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। পুলিশের দাবী, গত ২৬ নভেম্বর ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়ন দরগাপাড়া নুরুল আমিনের বাড়ির সামনে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ রাফিকে গ্রেফতার করে এবং রাফির বাবা জয়নাল আবেদীন পালিয়ে যায়। ঘটনার ৩দিন পর পরিবার বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানালে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন।
রাফির বাবা রেজাউল করিম বলেন, গতকাল জেলা প্রশাসক মহোদয় আমাদের ডাকেন। আজ সকাল কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক জিল্লুর রহমান মহোদয় জামিন মঞ্জুর করেন। আমরা এখনো আতংকে আছি। জানি না আমার ছোট্ট ছেলেটা এই ট্রমা থেকে কখন বের হতে পারবে।
বার্তাবাজার/এসএইচ