লালমনিরহাটের কুখ্যাত মাদক ব্যবসায়ী মিনারসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে (০৫ ডিসেম্বর) গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার আমবাড়ি এলাকার সাইফুল ইসলামের ছেলে শাহিন মিয়া, একই এলাকার মমিনুলের পুত্র মিনার ইসলাম, আব্দুল মজিদের পুত্র ইউনুস আলী ও আব্দুল আউয়ালে পুত্র সুজন খন্দকার বরাত।
পুলিশ জানায়, বুধবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলা হারাটী ইউনিয়নের ফড়িং এর দিঘি বাজারের লোহাকুচি স্কুল মাঠে ওই চার যুবক মাদক সেবন করেছিলো। সেখানে উপস্থিত হয়ে পুলিশ তাদের তল্লাশি করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পায়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করে। পরে তাদেরকে আটক করে সদর থানায় নিয়ে আসা হয়। এঘটনায় লালমনিরহাট সদর থানার এসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে মাদকদ্রব্য আইনি একটি মামলা দায়ের করেন। এসআই জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত ওই চার যুবক মাদক কারবারীর সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। মিনার ইসলামের পরিবারও মাদকের যুক্ত বলে জানা যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের বলেন, মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এসএইচ