দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা গ্রাম থেকে কপোত-কপোতী আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আরামডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে আটক করে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ।
জানাগেছে, দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের ইমাদুলের মেয়ে পলী(২২) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের আজিজুর রহমানের ছেলে আনারুল ইসলাম(৩২) দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্ক করে আসছিলো। তাদের এই অবৈধ সম্পর্কের জেরে তারা প্রায় অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতো। নিত্য দিনের মতো গতকাল শনিবার রাতে কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের টুটরী বেগমের ঘরে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার সময় স্থানীয়রা তাদের ধরে ফেলে উত্তম মাধ্যমে দিয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশে খবর পাঠায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে হেফাজতে নেন, এবং রাতেই তাদের কে থানায় পাঠান।
দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহাবুবুর রহমান বলেন, অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে দুজন কে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ####