বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী সুমন শেখের লাশ দাফনের ১১২ দিন পর উত্তোলন করা হয়েছে।সোমবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলায় বালিদিয়া গোলাম কিবরিয়া হাফেজিয়া মাদ্রাসা কবরস্থান থেকে সুমন এর লাশ উত্তোলন করা হয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ই অগাস্ট মহম্মদপুর সদরে বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ মারা যায়।
ওইদিনই ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক মুন্সি রাসেল হোসেনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।সুমন শেখ মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের কান্নু শেখের ছেলে।
মামলার তদন্তের স্বার্থে আদালত সুমনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানান মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান।এই মামলায় এখন পর্যন্ত ৭ জন নামীয় ও দুজনকে অজ্ঞাত নামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।